৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Vivo T3 Ultra ফোন ৫ হাজার টাকা ছাড়ে, আজই অফার শেষ
আপনি যদি ৩০ হাজার টাকার কমে সেরা সেলফি ক্যামেরা ফোন খোঁজ করে থাকেন, তাহলে Vivo T3 Ultra আপনার জন্য দুর্দান্ত বিকল্প হতে পারে। এই ভিভো ডিভাইসটি ফ্লিপকার্ট বিগ বাচাত ডেজ সেলে কম দামে পাওয়া যাচ্ছে। তবে মনে রাখবেন যে আজই এই সেল শেষ হচ্ছে। ভিভো স্মার্টফোনটির ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট এই সেলে ১৬ শতাংশ ডিসকাউন্টে বিক্রি হচ্ছে।
Vivo T3 Ultra এর এই ভ্যারিয়েন্টের দাম ৩৫,৯৯৯ টাকা। তবে এটি ২৯,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। আবার ফ্লিপকার্ট বিগ বাচাত ডেজ সেলে আপনি এটি ১৫০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্টে কেনা যাবে। এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। শুধু তাই নয়, এই ফোনের সাথে ১৬,৩০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও দেওয়া হয়েছে। তবে মনে রাখবেন যে এই এক্সচেঞ্জ বোনাস পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর নির্ভর করবে।
ভিভো টি৩ আল্ট্রা ফোনে ২৮০০ x ১২৮০ পিক্সেল রেজোলিউশনের ৬.৭৮-ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস লেভেল ৪৫০০ নিট পর্যন্ত। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০+ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য আছে ৫০ মেগাপিক্সেল ওআইএস প্রাইমারি ক্যামেরা।
এর সাথে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা উপস্থিত। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৪ কাস্টম স্কিনে চলে।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.