৫০MP Selfie Camera সহ Motorola Edge 50 Pro 5G তে বিশাল ছাড়!
মিডরেঞ্জ সেগমেন্টে Motorola এর পক্ষ থেকে অনেক চমৎকার স্মার্টফোন অফার করা হচ্ছে। বিশেষ করে কার্ভড ডিসপ্লে সহ Motorola Edge 50 Pro 5G ডিভাইসটি বাজারে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এখন এই ফোনটি বিশেষ ডিসকাউন্টের সাথে কেনার সুযোগ পাওয়া যাচ্ছে। এই ডিভাইসটিকে গত বছর দুটি র্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছিল এবং এর টপ ভ্যারিয়েন্টটি এখন ছাড়ের কারণে ৩০,০০০ টাকার কম দামে অর্ডার করা যাচ্ছে।
অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজনে Motorola Edge 50 Pro 5G এর ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট বাম্পার ডিসকাউন্টের সাথে বিক্রি হচ্ছে। এই ভ্যারিয়েন্টের আসল দাম ৪১,৯৯৯ টাকা হলেও। ডিভাইসটি প্রায় ৩০ শতাংশ ডিসকাউন্টের পর ২৯,৭৪৫ টাকায় বিক্রি হচ্ছে এবং এর উপর ব্যাঙ্ক অফার আলাদাভাবে পাওয়া যাচ্ছে। এছাড়াও এক্সচেঞ্জ ডিসকাউন্ট আলাদাভাবে দেওয়া হচ্ছে।
মোটোরোলা এজ ৫০ প্রো ৫জি এখন ২৯,৭৪৫ টাকায় তালিকাভুক্ত এবং এর ওপর ব্যাঙ্ক অফার পাওয়া যাচ্ছে। নির্বাচিত ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে পেমেন্টে ১৫০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। এর ওপর বিশেষ ক্যাশব্যাকও দেওয়া হয়েছে।
মোটোরোলা ফোনে ৬.৭ ইঞ্চি কার্ভড ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এটি ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে। ফোনের ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল + ১৩ মেগাপিক্সেল + ১০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
রিয়েলমি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জগতে ফের একবার আলোড়ন ফেলার জন্য তোড়জোড় শুরু করেছে। কেন এমন কথা…
বাজাজ পালসার (Bajaj Pulsar) সিরিজের হাত ধরে তৈরি হল নতুন রেকর্ড। বিশ্বের ৫০টির বেশি দেশে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ওপর ওপর সখ্যতা রেখে ভারতের অর্থ ভাান্ডারে কোপ বসাচ্ছে আমেরিকা! গত সোমবার…
সৌভিক মুখার্জী, কলকাতা: তীব্র গরমে আপনার ঘরের ছাদ কি চুল্লীর মত গরম হয়ে যাচ্ছে? AC’ও…
স্মার্টফোন নির্মাতারা হঠাৎই হালকা ও পাতলা ফোন তৈরির দিকে ঝুঁকছে। ফলে সাম্প্রতিক কালে বাজারে আগমন…
হিরো ক্যারিশমা (Hero Karzima) যে বিশাল পুরনো বাইক তা নয়। ২০০০ এর গোড়ায় এই মোটরবাইকটি…
This website uses cookies.