লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

৫১২ জিবি স্টোরেজ এবং ৬,৫০০ এমএএইচ ব্যাটারির সাথে দুর্দান্ত ফোন নিয়ে এল ভিভো

Published on:

Vivo আজ তাদের Y300 সিরিজের দুটি নতুন ফোন লঞ্চ করেছে। প্রথম মডেলটি হল Vivo Y300 Pro+ এবং দ্বিতীয়টি Y300t। এই Vivo Y300t একটি মিড রেঞ্জ স্মার্টফোন হিসাবে বাজারে এসেছে। শক্তিশালী প্রসেসর, বড় ব্যাটারি, ও মিলিটারি গ্রেড ড্যুরাবিলিটি ডিভাইসটির অন্যতম আকর্ষণ। চোখের উপর চাপ কমানোর জন্য বিশেষ প্রযুক্তি রয়েছে। একইসাথে, 4K ভিডিয়ো শুট করার সুবিধাও দিচ্ছে ভিভো। চলুন নয়া ফোনটির দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Vivo Y300t স্পেসিফিকেশন ও ফিচার্স

ভিভো ওয়াই৩০০টি ৬.৭ ইঞ্চির ফুল-এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১০৫০ নিট পর্যন্ত ব্রাইটনেস সমর্থন করে। এতে চোখের উপর চাপ কমানোর জন্য লো ব্লু লাইট সার্টিফিকেশন রয়েছে। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর দ্বারা পরিচালিত। ১২ জিবি পর্যন্ত র‍্যাম ও সর্বাধিক ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ উপলব্ধ।

READ MORE:  Vivo V50 এই মাসেই ভারতে লঞ্চ হচ্ছে, তার আগেই সেলের তারিখ ও দাম ফাঁস

ফটোগ্রাফির জন্য, ভিভো ওয়াই৩০০টি এর পিছনে এফ/১.৮ অ্যাপারচার সহ একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং পোট্রেট শট নেওয়ার জন্য একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর বর্তমান। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে, এফ/২.০৫ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা উপলব্ধ। এটি ৪K ভিডিও রেকর্ডিং, সুপার নাইট মোড, এআই অবজেক্ট রিমুভাল ও ডায়নামিক ফটো ফিচার সমর্থন করে।

READ MORE:  সেরা ক্যামেরার ভিভো ভি৫০ ফোনের দাম কত পড়বে? লঞ্চের আগেই ফাঁস

ভিভো এই ফোনে ৬,৫০০০ এমএএইচ ব্যাটারি দিয়েছে যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং অফার করে।কোম্পানির দাবি, এটি পাঁচ বছর পর্যন্ত ব্যাটারির স্বাস্থ্য বজায় রাখবে। সফটওয়্যার দিক থেকে অ্যান্ড্রয়েড ১৫ নির্ভর অরিজিনওএস ১৫ কাস্টম স্কিন দেখা যায়। ফোনটি পাঁচটি মিলিটারি-গ্রেড ড্যুরাবিলিটি উত্তীর্ণ হয়েছে, যার মধ্যে রয়েছে অভিঘাত, বৃষ্টি, ধুলো, উচ্চ তাপমাত্রা এবং নিম্ন তাপমাত্রা।

READ MORE:  ২০২৫ সালে বাজেট-ফ্রেন্ডলি সেরা ১০ স্মার্টফোন, Redmi Note 15 সহ Vivo Y33s সব আছে লিস্টে

Vivo Y300t দাম

ভিভোর এই ফোনটি চিনে লঞ্চ করা হয়েছে। এটি ওশান ব্লু, রক হোয়াইট এবং ব্ল্যাক কফি রঙে পাওয়া যাবে। সেখানে ৮ জিবি + ১২৮ জিবি স্টোরেজ সহ বেস মডেলটির দাম ১,১৯৯ ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৪,১০০ টাকার সমান। ডিভাইসটি ভারতে কবে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.