সহেলি মিত্র, কলকাতা: মুদি দোকানে ধার করে উধাও স্কুলের হেডস্যার! দশ বিশ টাকার ধার না, একেবারে ৫৮ হাজার টাকার ধার। এতো বৃহৎ অঙ্কের টাকা বকেয়া থাকার কারণে দোকানদারও আর চালডাল দিতে চাইছেন না, ফলে স্কুলে বন্ধ মিড ডে মিল (Mid Day Meal)। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের কনিয়াড়া যাদবচন্দ্র হাইস্কুলের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
টাকা ধার করে উধাও স্কুলের প্রধান শিক্ষক
প্রধান শিক্ষক মিড ডে মিলের টাকা না মেটানোর জন্য মুদির দোকান থেকে চাল, ডাল ইত্যাদি আসা বন্ধ হয়ে গিয়েছে। এদিকে অভিযোগ, প্রায় দেড় বছর হল প্রধান শিক্ষক স্কুলের চৌকাঠ পর্যন্ত মারাননি। কিন্তু মাসে মাসে বেতন ঠিকই নিয়ে চলেছেন বলে খবরে উঠে এসেছে। তাহলে স্কুল চলছে কী করে? বিদ্যালয়ের পঠনপাঠন অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা দায়িত্ব নিয়ে করিয়ে চলেছেন। প্রধান শিক্ষকের দায়িত্ব সামলাচ্ছেন অন্য এক দায়িত্ব প্রাপ্ত শিক্ষক। তিনি পড়েছেন মহাসমস্যায়। হেডস্যার ৫৮ হাজার টাকা ধার বাকি রেখে আর স্কুলে আসছেন না।
বিপাকে স্কুল পড়ুয়ারা
দোকান থেকে চাল ডাল না আসার ফলে চাইলেও তিনি ছাত্রছাত্রীদের খাবার ব্যবস্থা করতে পারছেন না। এখন উপায়? মিড ডে মিল থেকে অব্যাহতি চেয়ে বিডিও, এস আই-এর কাছে চিঠি দিয়েছিলেন ভারপ্রাপ্ত সেই শিক্ষক। বিডিও আলোচনা করার জন্য ডেকে পাঠিয়েছিলেন। দেড় বছর স্কুলে না আসায় অভিযুক্ত প্রধান শিক্ষককেও আলোচনা করার জন্য ডাকা হয়েছিল, কিন্তু তিনি আসেননি।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
ঘটনা প্রসঙ্গে বাগদার বিডিও প্রসূন প্রামাণিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “আমরা একটি বৈঠক ডেকেছিলাম। মিড ডে মিলের সমস্যাটা দ্রুত সমাধান করা হবে।”