৬০ টাকার লটারিতেই দিনবদল, রাতারাতি কোটিপতি ফালাকাটার গৃহবধূ
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পান্তা ফুরোয় তো নুনের জোগান হয় না! এমন সংসারের হাল একেবারে শক্ত হাতে ধরে রেখেছিলেন ফালাকাটার (Falakata) গৃহবধূ ভারতী বর্মন। ছেলেই পরিবারের একমাত্র রোজগের, তাই 3 সদস্যের সংসার একেবারে যায় যায় অবস্থা। তবুও দাঁতে দাঁত চেপে লড়াই করে গিয়েছেন ভারতী। এবার সেই লড়াইয়ের নিষ্পত্তি ঘটল। কারণ, 60 টাকার লটারিতেই ভাগ্য ফিরেছে লড়াকু নারীর।
দিন আনা দিন খাওয়ার সংসারে গতি আনতে লটারি কেটে ভাগ্য পরীক্ষা করতে চেয়েছিলেন ভারতী। তবে বুঝতে পারেননি প্রথম খেপেই কোটি টাকা উঠবে। হ্যাঁ, ফালাকাটা ব্লকের জটেশ্বর 2 গ্রাম পঞ্চায়েতের কাঁঠালবাড়ির বাসিন্দা ভারতী বর্মনের লক্ষীলাভ হয়েছে।
মাত্র 60 টাকার লটারি কেটে ভাগ্যের চাকা ঘুরেছে ভারতীর। বর্তমানে তিনি কোটিপতি। তবে অর্থ প্রাপ্তির খবরে রাতের ঘুম উড়েছিল তাঁর। টিকিট একেবারে শাড়ির গাঁটে বেঁধে রেখে নিরাপত্তার জন্য পরিবারের সদস্যদের নিয়ে জটেশ্বর পুলিশ ফাঁড়িতে হাজির হয়েছিলেন তিনি।
পুলিশ আধিকারিকদের সহায়তায় আপাতত দুশ্চিন্তা কেটেছে ভদ্রমহিলার। সূত্রের খবর, লটারির অফিসে টিকিট জমা দিয়ে এসেছেন তিনি। তবে প্রাপ্য অর্থ ব্যাঙ্কে এসে পৌঁছতে আরও মাস খানেক সময় লাগবে। এমন মুহূর্তে ঠিক কী জানালেন পুরস্কার বিজেতা? জানব।
সম্প্রতি 60 টাকার লটারি কেটে কোটিপতি হওয়ার অনুভূতি কেমন, সে বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভারতী বর্মন জানান, সংসারে অভাব ক্রমশ জাঁকিয়ে বসছিল। ছেলে যেহেতু একমাত্র রোজগেরে, তাই দুবেলার দু মুঠোর যোগান দিতে খাটতে খাটতে হয়রান হয়ে যেত ছেলে বিক্রম।
অবশ্যই পড়ুন: চিন সফরে হুঙ্কার ছেড়েছিলেন ইউনূস! জেনেও বৈঠক সারলেন মোদি, নেপথ্যে কোন রহস্য?
এখন আর ও আগের মতো খাটতে পারে না। তাই ভেবেছিলাম লটারি কেটে যদি কিছু লাভ হয়। তবে ভাবিনি, প্রথমবারই কোটি টাকা জিতে যাব। আগামী দিনে প্রাপ্য অর্থ দিয়ে স্বামী-সন্তান নিয়ে সংসার সাজাতে চান ফালাকাটার ওই গৃহবধূ। মায়ের এমন প্রাপ্তিতে খুশি ছেলে বিক্রম থেকে শুরু করে পরিবারের সকলেই।
হোন্ডা মোটরসাইকেলস অ্যান্ড স্কুটার্স ইন্ডিয়া (Honda Motorcycles and Scooters India) সম্প্রতি CB350RS বাইকের ২০২৫ মডেল…
বাজেট সেগমেন্টে এখন প্রতিযোগিতা চরমে। কারণ সমস্ত ব্র্যান্ডই ভ্যালু ফর মানি স্মার্টফোন বাজারে নিয়ে আসছে।…
ইন্টারনেটের এই যুগে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি মানেই উত্তেজনাপূর্ণ গানের ছড়াছড়ি। বিগত কয়েক বছরে বলিউডকে যদি…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়ে গিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: তিনি মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)। ভারতীয় সমর্থক তো বটেই, সেই সাথে দেশের…
হিরো মোটরসাইকেল (Hero Motorcycle) তাদের জনপ্রিয় এবং স্টাইলিশ বাইক Karizma এর পোর্টফোলিও বাড়াতে চলেছে। রিপোর্ট…
This website uses cookies.