৬ মাসের মধ্যেই পেট্রোল গাড়ির সমান হবে EV-র দাম! ঘোষণা নীতিন গড়করির
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে দেশের পরিবহণ ব্যবস্থায় একের পর এক বৈপ্লবিক পরিবর্তন ঘটছে। সে রাস্তাঘাট হোক কিংবা ট্রেন, গাড়ি, বাস সবেতেই কিছু না বদল আনা হচ্ছে সরকারের তরফে। তবে এবার কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি যা ঘোষণা করলেন তাতে করে রীতিমতো লটারি লেগে যাবে সাধারণ মানুষের। বিশেষ করে আপনারও যদি কম টাকার মধ্যে বৈদ্যুতিক গাড়ি কেনার স্বপ্ন থেকে থাকে তাহলে আজকের এই লেখাটি রইল আপনার জন্য।
বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি একটি বড় ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যে দেশে বৈদ্যুতিক যানবাহনের (Nitin Gadkari On EV Price) দাম পেট্রোল গাড়ির সমান হবে। ৩২তম কনভার্জেন্স ইন্ডিয়া এবং ১০তম স্মার্ট সিটিস ইন্ডিয়া এক্সপোতে ভাষণ দেওয়ার সময় নীতিন গড়করি এই কথা বলেন। অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে মধ্যবিত্ত ঘরের মানুষও ভালো মানের অথচ কম দামে বৈদ্যুতিক গাড়ি কেনার শখ পূরণ করতে পারবেন।
কেন্দ্রীয় মন্ত্রী গড়করি আরও বলেন, ‘ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করতে হলে দেশটিকে তার অবকাঠামো খাতের উন্নতি করতে হবে।’ তিনি বলেন, ‘ভালো রাস্তা তৈরি করে আমরা আমাদের সরবরাহ খরচ কমাতে পারি।’ এরইসঙ্গে গড়করি বলেন যে দেশের অর্থনীতির ভবিষ্যৎ খুবই ভালো এবং সরকার স্মার্ট শহর এবং স্মার্ট পরিবহনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ‘আমরা বৈদ্যুতিক-ভিত্তিক দ্রুত গণপরিবহনের উপর কাজ করছি।’
নীতিন গড়করি রাস্তা নির্মাণের খরচ কমাতে নতুন প্রযুক্তি এবং উদ্ভাবনকে উৎসাহিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, ২১২ কিলোমিটার দীর্ঘ দিল্লি-দেরাদুন অ্যাক্সেস নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ আগামী তিন মাসের মধ্যে সম্পন্ন হবে। এছাড়াও, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বলেছেন যে সরকারের নীতি হল আমদানি প্রতিস্থাপন, ব্যয় সাশ্রয়ীতা, দূষণমুক্ত এবং দেশীয় উৎপাদন।
সুমন পাত্র, কলকাতা: কম বাজেটের মধ্যে Samsung ফোন নেওয়ার কথা ভাবলে, আমরা এই প্রতিবেদনে তিনটি…
ফ্লিপকার্টে শুরু হয়েছে ওএমজি গ্যাজেটস সেল। এই সেলে একাধিক স্মার্টফোন কম দামে বিক্রি হচ্ছে। আমরা…
সুমন পাত্র, কলকাতা: Samsung এই মাসের মার্চে Galaxy A06 5G, Galaxy A26 5G, Galaxy A36…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ২৩শে মার্চ, রবিবার। আজকের রাশিফল (Today Horoscope) অনুযায়ী কেমন কাটতে চলেছে…
ভারতীয় জীবন বীমা কর্পোরেশন (LIC) স্বাস্থ্য বীমা খাতে প্রবেশের পরিকল্পনা করছে। কোম্পানিটি ২০২৫ সালের মার্চ…
Honda বিশ্বজুড়ে একাধিক দেশে টু-হুইলার বিক্রি করে। স্পোর্টস বাইক, ক্রুজার, অ্যাডভেঞ্চার ট্যুরার, রেট্রো মোটরসাইকেলের মতো…
This website uses cookies.