৬ মাস আগেই ডিভোর্স ফাইল করেছিলেন, সুনীতার সঙ্গে ডিভোর্সের খবরে কেন চটলেন গোবিন্দা?
দীর্ঘ দাম্পত্য পরিয়ে তাদের নাকি সম্পর্ক ভাঙছে। একসঙ্গে জীবনের ৩৭ টা বছর কাটিয়েছেন, কিন্তু তারপরেও তাদের সম্পর্কে মধ্যে ভাঙ্গনের সুর। বলিউডের নাম্বার ওয়ান নায়ক থাকার সময় অন্য কারোর সঙ্গে নাম জড়ায়নি গোবিন্দার।
অল্প বয়সেই বিয়ে করেন সুনীতাকে। বিয়ের বেশ কয়েক বছর পর নিজের বিয়ের খবর সংবাদমাধ্যমের সামনে আনেন গোবিন্দা। এতদিন পর্যন্ত দুজনেই দুজনকে আগলে ছিলেন। বলা হয়ে থাকে গোবিন্দার জীবনে বিরাট সাফল্যের পেছনে অবদান সুনীতার। দুই সন্তানকে নিয়ে সুখের সংসার তাদের। কিন্তু এত কিছু সত্ত্বেও ভেঙে যাচ্ছে তাদের সংসার। এমনই খবর রটেছে বলিপাড়ায়।
আসলে সম্প্রতি একটি সাক্ষাৎকারের সুনীতা বলেছেন, বলিউডে যখন গোবিন্দা নম্বর ওয়ান নায়ক তখন তিনি কোনও নায়িকার সঙ্গে সম্পর্কে জড়াননি। কিন্তু এখন তার ষাট বছর বয়স হাতেও বিশেষ কাজ নেই, বাড়িতে বসে থাকেন! এখন পরকিয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি, সেটাই আমার দুশ্চিন্তা।
আর তার এই মন্তব্যের পর থেকেই দুইয়ে দুইয়ে চার করছেন নেটিজেনরা। বলছেন কিছু তো একটা ঘটেছে না হলে এমন প্রসঙ্গ কেন আসবে? সুনীতা এটাও জানিয়েছেন তিনি নিজের দুই সন্তানকে নিয়ে ফ্ল্যাটে থাকেন। আর উল্টো দিকের বাংলোয় একা থাকেন অভিনেতা। এমনকি নায়কের আইনজীবী লালিত বিন্দল জানিয়েছিলেন তারা দুজনেই নাকি ডিভোর্স ফাইল করেছেন তাও ছ মাস আগে। যদিও এখন একসঙ্গেই রয়েছেন।
একইসঙ্গে গুঞ্জন উঠেছে, এই বয়সে এসে নাকি এক মারাঠি অভিনেত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়েছেন নায়ক। আর তাই ঘর ভাঙছে সুনীতার সঙ্গে। যদিও সেই বিষয়ে কিছুই বলেননি আর সুনীতা আর এবার সেই বিষয়ে এড়িয়ে গেলেন গোবিন্দা। একটি সংবাদ মাধ্যম থেকে এই বিষয়ে নায়ককে প্রশ্ন করা হলে তিনি বলেন, সারাদিন শুধু ব্যবসা নিয়ে ভাবছি, ব্যবসা নিয়েই কথা বলতে চাই। আমার নতুন সিনেমা আসছে, সেটার কাজ নিয়েই ব্যস্ত এখন।
প্রীতি পোদ্দার, কলকাতা: বাকি দিনগুলির মত গত ২২ এপ্রিল, মঙ্গলবারেও কাশ্মীরের ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত…
ওটিটি প্ল্যাটফর্মে সাহসী এবং ব্যতিক্রমী কনটেন্টের চাহিদা বাড়ছে। এই ধারার মধ্যেই উল্লু অ্যাপে সম্প্রতি মুক্তি…
সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সংবাদ। এবার রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে প্রচুর শূন্যপদে…
২০২৫ সাল থেকে ভারতে শ্রম আইনে এমন কিছু বড় পরিবর্তন আসতে চলেছে যা দেশজুড়ে সমস্ত…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘদিন পর অন্যায়ের প্রতিবাদ করেছে ভারত। পহেলগাঁও জঙ্গি হামলায় 26 জন নিরাপরাধ…
সৌভিক মুখার্জী, কলকাতা: এবার সেভিংস অ্যাকাউন্টে (Savings Account) মাস শেষে মোটা অঙ্কের টাকা জমবে। হ্যাঁ,…
This website uses cookies.