৬ মিনিটের জন্য স্তব্ধ হয় হৃদপিণ্ড! মৃত্যুকে চাক্ষুষ করে বেঁচে ফিরলেন ব্যক্তি, কি জানালেন তিনি?
গোটা বিশ্বব্রহ্মাণ্ডে কত রকম ঘটনাই যে ঘটে তা আমাদের ধারণার বাইরে। আর সেই সমস্ত ঘটনা যখন আমরা শুনি, জানি তখন অবাক হয়ে যাই।আসলে অবাক হতেই হয়। মনে প্রশ্ন ওঠে এমনটাও হতে পারে? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ঘটনার কথা ভাইরাল হয়েছে, আর যা জানা মাত্র রীতিমত চমকে উঠেছেন নেটিজেনরা।
কি সেই ঘটনা? সবাইকে চমকে দিয়ে ৬ মিনিটের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল এক ব্যক্তির হৃদপিণ্ড। সেই ব্যক্তি মৃত্যুকে চাক্ষুষ করে ফিরে এসেছেন। এবং সেখানে তিনি এগিয়ে যা যা দেখেছেন তারও বর্ণনা দিয়েছেন। যদিও তার সেই কথা বিশ্বাস করেননি বহু মানুষ। যদিও সেই ব্যক্তির দাবি তিনি প্রত্যেকটা কথাই সত্যি বলছেন।
ওই ব্যক্তি জানিয়েছেন পনেরো বছর বয়সে ৬ মিনিটের জন্য তার হৃদপিণ্ড একবার স্তব্ধ হয়ে গিয়েছিল। হৃদপিণ্ড স্তব্ধ হয়ে যাওয়ার ৬ মিনিটের শুরুতেই তিনি দেখতে পান তার চোখের উপর এসে পড়ছে তীব্র সাদা রঙের আলো। তিনি হঠাৎ উপলব্ধি করেন তার মন ভীষণ শান্ত হয়ে গেছে। তিনি অনুভব করেন তাকে অনেকগুলো দরজা পার করে নিয়ে যাওয়া হচ্ছে।
একইসঙ্গে তিনি অনুভব করেন তাকে যেন সবাই মিলে জড়িয়ে ধরছে এবং ক্রমশ সেই বন্ধন গাঢ় হয়। একটা সময় পর দম বন্ধ হয়ে আসছিল তার। যদিও একটা সময় পর হঠাৎই তার হৃদপিণ্ড সচল হয়ে ওঠে এবং তিনি চোখ মেলে তাকান। তিনি যা অনুভব করেছেন যা দেখেছেন তা নিজের পরিবারের সবার সঙ্গে ভাগ করে নিলেও তার কথা বিশ্বাস করেননি কেউই। যদিও তিনি বলেন তিনি প্রতিটা কথাই সত্যি বলছেন।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্ব রাজনীতিতে ভারত-রাশিয়াই দীর্ঘমেয়াদী বন্ধুত্ব্বের রেকর্ড গড়েছে। এবার সেই মিত্র দেশই ভারতকে…
Vivo ও তাদের সাব-ব্র্যান্ড iQOO বর্তমানে একাধিক স্মার্টফোন বাজারে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা…
দু’চাকার বৈদ্যুতিক গাড়ির বাজারে রীতিমতো জমি শক্ত করেছে বাজাজ অটো। বাজারের অংশীদারিত্ব আরও বাড়ানোর চেষ্টা…
Jio, Airtel এর পর ভারতের তৃতীয় বেসরকারি টেলিকম কোম্পানি হিসাবে 5G ট্রায়াল শুরু করল Vodafone…
শ্বেতা মিত্র, কলকাতা: আর রক্ষে নেই, আজ শনিবার থেকেই বাংলাজুড়ে ব্যাপক তাপপ্রবাহের সতর্কতা জারি করল…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৫ই মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
This website uses cookies.