৭০ কিমি বেগে ঝরো হাওয়া, এই পাঁচ জেলায় তুমুল বৃষ্টি, জানাল হাওয়া অফিস
দক্ষিণবঙ্গে আবারও দুর্যোগের ইঙ্গিত। কলকাতা-সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস মিলেছে। হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় ঘণ্টায় ৫০-৭০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ায় কিছু কিছু এলাকায় পরিস্থিতি জটিল হতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।
শনিবার রাত থেকেই দক্ষিণবঙ্গের আকাশে পরিবর্তন দেখা গিয়েছে। কলকাতাতেও রাতের দিকে বৃষ্টি হয়েছে, যা গরমের তীব্রতা কিছুটা কমিয়েছে। তবে এই স্বস্তি সাময়িক। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত রাজ্যের বহু জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিশেষ করে বিকেল থেকে রাত পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গে কিছু এলাকায়ও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত কালবৈশাখীর জন্যই এই আবহাওয়ার পরিবর্তন বলে জানা গিয়েছে। অতিরিক্ত সতর্কতার জন্য রাজ্যের সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। নদী এবং সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে মৎস্যজীবীদের সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ-পূর্ব বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধির কারণে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হচ্ছে। এর প্রভাবেই এই ঝড়বৃষ্টি। গ্রামীণ এলাকাগুলিতে সম্ভাব্য ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকায় কৃষকদেরও সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।
আগামী কয়েক দিন বাইরে বেরোলে সঙ্গে ছাতা রাখাই বুদ্ধিমানের কাজ হবে। এবং অপ্রয়োজনে ঝড়ের সময় বাইরে বেরোনো থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। আপাতত দক্ষিণবঙ্গবাসীকে কয়েক দিনের জন্য ঝড়-বৃষ্টির সাথে মানিয়ে নিতে হবে বলেই মনে করা হচ্ছে।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাশ্মীর অর্থাৎ POK অঞ্চল নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল…
This website uses cookies.