৭ হাজার টাকা ছাড়, জোড়া ৫০ মেগাপিক্সেল ক্যামেরার Nothing Phone বিরাট সস্তায়

আপনি যদি Nothing ব্র্যান্ডের স্মার্টফোন খোঁজ করে থাকেন তাহলে দারুন সুযোগ। সংস্থার একটি স্মার্টফোন এখন কম দামে পাওয়া যাচ্ছে। এর নাম Nothing Phone (2a)। ফ্লিপকার্টে এই ডিভাইসের উপর বাম্পার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর সাথে ৩,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার ও ৫,১০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। আপনি যদি ২০,০০০ টাকার রেঞ্জে ভালো ফোন খোঁজ করে থাকেন তাহলে এটি কিনতে পারেন।

Nothing Phone 2a ফ্লিপকার্ট ডিসকাউন্ট অফার ও নতুন দাম

নার্থিং ফোন ২এ এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ২৫,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট ১৫ শতাংশ ডিসকাউন্টে এই স্টোরেজ ভ্যারিয়েন্ট ২১,৯৯৯ টাকায় বিক্রি করছে। এর সাথে লোভনীয় ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। যেকোনো ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ২,০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে।

READ MORE:  Xiaomi 15 Features: মার্চের শুরুতেই জোড়া ধামাকা, ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ Xiaomi 15 ও Xiaomi 15 Ultra এই তারিখে লঞ্চ হচ্ছে | Xiaomi 15 Ultra Launch Date in India

আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে নার্থিং ফোন ২এ কিনলে ৩,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলবে। এছাড়া পুরানো ফোন এক্সচেঞ্জ করে ৫,১০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আর এর ইএমআই শুরু হবে ১,০৭৮ টাকা থেকে।

Nothing Phone 2a এর ফিচার ও স্পেসিফিকেশন

নার্থিংয়ের এই ফোনে আছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে ১৩০০ নিটস পিক ব্রাইটনেস ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ আল্ট্রা প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক নার্থিং কাস্টম স্কিনে চলে।

READ MORE:  Samsung-এর ইতিহাসে বিক্রির সমস্ত রেকর্ড ভেঙে তছনছ করল Galaxy S25 সিরিজ! | Samsung Galaxy S25 Breaks Sales Record

ক্যামেরার কথা বললে, নার্থিং ফোন ২এ ডিভাইসে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৫০ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  শুরু হয়েছে Honor Days Sale, ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ফাস্ট চার্জিংয়ের ফোন সস্তায় | Honor 200 Pro Lite Price

Scroll to Top