৭ হাজার টাকা ছাড়, জোড়া ৫০ মেগাপিক্সেল ক্যামেরার Nothing Phone বিরাট সস্তায়
আপনি যদি Nothing ব্র্যান্ডের স্মার্টফোন খোঁজ করে থাকেন তাহলে দারুন সুযোগ। সংস্থার একটি স্মার্টফোন এখন কম দামে পাওয়া যাচ্ছে। এর নাম Nothing Phone (2a)। ফ্লিপকার্টে এই ডিভাইসের উপর বাম্পার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর সাথে ৩,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার ও ৫,১০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। আপনি যদি ২০,০০০ টাকার রেঞ্জে ভালো ফোন খোঁজ করে থাকেন তাহলে এটি কিনতে পারেন।
নার্থিং ফোন ২এ এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ২৫,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট ১৫ শতাংশ ডিসকাউন্টে এই স্টোরেজ ভ্যারিয়েন্ট ২১,৯৯৯ টাকায় বিক্রি করছে। এর সাথে লোভনীয় ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। যেকোনো ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ২,০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে।
আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে নার্থিং ফোন ২এ কিনলে ৩,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলবে। এছাড়া পুরানো ফোন এক্সচেঞ্জ করে ৫,১০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আর এর ইএমআই শুরু হবে ১,০৭৮ টাকা থেকে।
নার্থিংয়ের এই ফোনে আছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে ১৩০০ নিটস পিক ব্রাইটনেস ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ আল্ট্রা প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক নার্থিং কাস্টম স্কিনে চলে।
ক্যামেরার কথা বললে, নার্থিং ফোন ২এ ডিভাইসে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৫০ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
প্রীতি পোদ্দার, হায়দরাবাদ: দেশে বেকারত্বের সমস্যা যেন দিনে দিনে বেড়েই চলেছে। সারাদিনে দু’টাকা রোজগার করতে…
TVS মোটর কোম্পানির প্রথম অ্যাডভেঞ্চার বাইক, Apache RTX লঞ্চ হতে আর বেশি দেরি নেই। সংস্থা…
রেলযাত্রীদের জন্য দুর্দান্ত খবর! এবার সকলেই এসি লোকাল ট্রেনে চড়ার সুযোগ পাবেন, তাও একদম পকেট-ফ্রেন্ডলি…
প্রীতি পোদ্দার, কলকাতা: সরকারি প্রকল্পে বরাদ্দ টাকা দেওয়া নিয়ে রাজ্যের সঙ্গে কেন্দ্রের ঝামেলা লেগেই রয়েছে।…
প্রীতি পোদ্দার, কলকাতা: ভরা বসন্তেই এবার ব্যাপক গরম দেখা গেল কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। মার্চ…
Honda তাদের বিগউইং (BigWing) ডিলারশিপ থেকে বিক্রিত প্রিমিয়াম মোটরসাইকেলগুলির উপর ১০,০০০ টাকা ছাড় ঘোষণা করেছে।…
This website uses cookies.