বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয়(India) অস্ত্রশস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামে ভরসা করছে বিশ্বের একাধিক দেশ। আর সেই সূত্র ধরেই, প্রতিরক্ষা ক্ষেত্রে রপ্তানিতে রেকর্ড গড়ে ফেলল ভারত। গতকাল অর্থাৎ মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দাবি করেন, 2024-25 অর্থবর্ষে দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে রপ্তানির হিসেব পূর্বের সমস্ত রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী জানান, 2024-25 অর্ধবর্ষে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের বিশ্বব্যাপী রপ্তানির অঙ্ক 23, 622 কোটি টাকায় দাঁড়িয়েছে। যা 2023-24 আর্থিক বছরের তুলনায় অন্তত 12.04 শতাংশ বেশি।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
প্রতিরক্ষা ক্ষেত্রে রপ্তানিতে ইতিহাস গড়ল ভারত?
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, 2024-25 অর্থবর্ষে বিশ্বের বিভিন্ন দেশে ভারত যে পরিমাণ সামরিক অস্ত্রশস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করেছে তা আগের সমস্ত রপ্তানির অঙ্ককে হার মানাবে। প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, গত অর্থবর্ষে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির রপ্তানি বেড়েছে কমপক্ষে 42.85 শতাংশ। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, গোটা বিশ্বে ভারতীয় অস্ত্রের চাহিদা কতটা, তা প্রমাণ করে দিল 2024-25 অর্থবর্ষের নতুন রেকর্ড।
প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এখন আত্মনির্ভর
এ কথা ঠিক যে, একটা সময়ে উচ্চ শক্তি সম্পন্ন মিসাইল থেকে শুরু করে উন্নত প্রতিরক্ষা সরঞ্জামের জন্য প্রথম বিশ্বের দেশগুলির মুখাপেক্ষী হয়ে থাকতে হতো ভারতকে। সে ক্ষেত্রে ভারত ছিল মূলত আমদানি নির্ভর। তবে বর্তমান পরিসংখ্যান যা বলছে, তাতে এখন প্রতিরক্ষা সরঞ্জামের জন্য আর বিশ্বের উন্নত দেশগুলির ওপর ছিটে ফোঁটাও নির্ভর করে না ভারত!
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
বর্তমানে প্রতিরক্ষার দিক থেকে ভারত আত্মনির্ভর। বিভিন্ন উচ্চ শক্তি সম্পন্ন রকেট লাঞ্চার থেকে শুরু করে মিসাইল ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দেশের মাটিতে তৈরি হয়ে চলে যাচ্ছে উন্নত বিশ্বের বিভিন্ন দেশে। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, গত অর্থ বর্ষে প্রায় 80টি দেশে উন্নত অস্ত্রশস্ত্র, রকেট মিসাইল সিস্টেম, যাবতীয় প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করেছে ভারত। যেই হিসেবটা 2024-25 আর্থিক বছরে রেকর্ড ছাড়িয়েছে।
অবশ্যই পড়ুন: সুপার কাপের আগে ফের লজ্জার হার ইস্টবেঙ্গলের
বড় লক্ষ্যমাত্রা বাঁধল ভারত সরকার…
বেশ কয়েকটি সংবাদ প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দাবি করেছেন, 2029 সালে দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে রপ্তানির অঙ্ক 50 হাজার কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জানান, 2023-24 অর্থবর্ষে ভারতে রপ্তানির অঙ্ক ছিল 21, 083 কোটি টাকা। যেই রেকর্ড ইতিমধ্যেই গর্বের সাথে ভেঙে দিয়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক। আগামী দিনে উন্নত বিশ্বে প্রতিরক্ষা সরঞ্জাম ও উন্নত অস্ত্রশস্ত্র রপ্তানি করে বিরাট নজির গড়ার পথে ভারত।