৮০ দেশের ভরসা ‘মেড ইন ইন্ডিয়া’ অস্ত্র! প্রতিরক্ষা ক্ষেত্রে ২৩,৬২২ কোটির রপ্তানি, রেকর্ড ভারতের
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয়(India) অস্ত্রশস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামে ভরসা করছে বিশ্বের একাধিক দেশ। আর সেই সূত্র ধরেই, প্রতিরক্ষা ক্ষেত্রে রপ্তানিতে রেকর্ড গড়ে ফেলল ভারত। গতকাল অর্থাৎ মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দাবি করেন, 2024-25 অর্থবর্ষে দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে রপ্তানির হিসেব পূর্বের সমস্ত রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী জানান, 2024-25 অর্ধবর্ষে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের বিশ্বব্যাপী রপ্তানির অঙ্ক 23, 622 কোটি টাকায় দাঁড়িয়েছে। যা 2023-24 আর্থিক বছরের তুলনায় অন্তত 12.04 শতাংশ বেশি।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, 2024-25 অর্থবর্ষে বিশ্বের বিভিন্ন দেশে ভারত যে পরিমাণ সামরিক অস্ত্রশস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করেছে তা আগের সমস্ত রপ্তানির অঙ্ককে হার মানাবে। প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, গত অর্থবর্ষে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির রপ্তানি বেড়েছে কমপক্ষে 42.85 শতাংশ। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, গোটা বিশ্বে ভারতীয় অস্ত্রের চাহিদা কতটা, তা প্রমাণ করে দিল 2024-25 অর্থবর্ষের নতুন রেকর্ড।
এ কথা ঠিক যে, একটা সময়ে উচ্চ শক্তি সম্পন্ন মিসাইল থেকে শুরু করে উন্নত প্রতিরক্ষা সরঞ্জামের জন্য প্রথম বিশ্বের দেশগুলির মুখাপেক্ষী হয়ে থাকতে হতো ভারতকে। সে ক্ষেত্রে ভারত ছিল মূলত আমদানি নির্ভর। তবে বর্তমান পরিসংখ্যান যা বলছে, তাতে এখন প্রতিরক্ষা সরঞ্জামের জন্য আর বিশ্বের উন্নত দেশগুলির ওপর ছিটে ফোঁটাও নির্ভর করে না ভারত!
বর্তমানে প্রতিরক্ষার দিক থেকে ভারত আত্মনির্ভর। বিভিন্ন উচ্চ শক্তি সম্পন্ন রকেট লাঞ্চার থেকে শুরু করে মিসাইল ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দেশের মাটিতে তৈরি হয়ে চলে যাচ্ছে উন্নত বিশ্বের বিভিন্ন দেশে। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, গত অর্থ বর্ষে প্রায় 80টি দেশে উন্নত অস্ত্রশস্ত্র, রকেট মিসাইল সিস্টেম, যাবতীয় প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করেছে ভারত। যেই হিসেবটা 2024-25 আর্থিক বছরে রেকর্ড ছাড়িয়েছে।
অবশ্যই পড়ুন: সুপার কাপের আগে ফের লজ্জার হার ইস্টবেঙ্গলের
বেশ কয়েকটি সংবাদ প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দাবি করেছেন, 2029 সালে দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে রপ্তানির অঙ্ক 50 হাজার কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জানান, 2023-24 অর্থবর্ষে ভারতে রপ্তানির অঙ্ক ছিল 21, 083 কোটি টাকা। যেই রেকর্ড ইতিমধ্যেই গর্বের সাথে ভেঙে দিয়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক। আগামী দিনে উন্নত বিশ্বে প্রতিরক্ষা সরঞ্জাম ও উন্নত অস্ত্রশস্ত্র রপ্তানি করে বিরাট নজির গড়ার পথে ভারত।
প্রীতি পোদ্দার, কলকাতা: নিয়োগে দুর্নীতির (SSC Case) অভিযোগ ওঠায় গত বছর কলকাতা হাই কোর্টে মামলা…
সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি ভারতীয় রেলের চাকরির সুযোগ খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ…
Samsung Galaxy Tab S10 FE এবং Galaxy Tab S10 FE+ আনুষ্ঠানিকভাবে ভারতে লঞ্চ হয়েছে। কোম্পানির…
২০২৪ সাল থেকে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) উচ্চ মাধ্যমিকে সেমেস্টার পদ্ধতি চালু করেছে।…
শ্বেতা মিত্র, কলকাতাঃ কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employee) জন্য রইল বিরাট খবর। নতুন অর্থবর্ষ শুরু…
সৌভিক মুখার্জী, কলকাতা: যে দিনটির জন্য সবাই অপেক্ষা করছিল, সেই অপেক্ষার অবসান। ২০১৬ সালের এসএসসি…
This website uses cookies.