৮৫% কম খরচে VIP চিকিৎসা! মধ্যবিত্তদের জন্য কলকাতায় খুলছে বিরাট হাসপাতাল
সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন চিকিৎসার খরচ মেটাতে কার্যত নাভিশ্বাস হয়ে উঠছে বহু পরিবার। প্রাইভেট হাসপাতালগুলির বিলের অঙ্ক মেটাতে কার্যত কালঘাম ছুটছে সাধারণ মানুষের। আর সেই মুহূর্তে খুশির খবর নিয়ে আসলো এক বাজেট হাসপাতাল (Budget Hospital)। যা কিনা হতে চলেছে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর এক যুগান্তকারী পদক্ষেপ।
হ্যাঁ ঠিকই পড়েছেন। পিজি হাসপাতালের একদম দোরগোড়ায় ঐতিহাসিক এলাকায় তৈরি হচ্ছে এই দশতলা অত্যাধুনিক হাসপাতাল। আর এখানে মিলবে ভিআইপি সব পরিষেবা। কিন্তু খরচ হবে ৮৫ থেকে ৮০ শতাংশ কমে।
রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীনে তৈরি হওয়া এই নতুন হাসপাতালটি নিয়ে ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে গিয়েছে। জানা যাচ্ছে, রাজ্যের প্রথমসারির সব চিকিৎসকরা থাকবে এখানে। তার সাথে সুসজ্জিত কেবিন, আইসিইউ, এইচডিইউ ও ভিআইপি সুই। এছাড়া কেবিন থেকে দেখা যাবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নজরকাড়া দৃশ্য। শুধু তাই নয়, চিকিৎসকের মান থাকবে কর্পোরেট হাসপাতালের মতই। কিন্তু খরচ হবে অনেকটাই কম।
হাসপাতালের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, পুজোর আগেই এই হাসপাতালের প্রথম চারটি তলা খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য। আর ধাপে ধাপে তৈরি হবে গোটা বিল্ডিং। ২০২৩ সালের ২৩শে নভেম্বর এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছিল। আর বাস্তবে সেটি চূড়ান্ত পর্যায়ে দাঁড়িয়ে।
এখনো পর্যন্ত যা খবর, সর্বোচ্চ তলায় আটটি ভিআইপি সুইট থাকবে। ১০২টি কেবিন থাকবে, ৫টি এইচডিইউ ইউনিট থাকবে, ১৬টি আইসিইউ বেড থাকবে। এছাড়া রিকভারি বেডসহ মোট ১৩১টি বেড থাকবে। যদিও কেবিনের ভাড়া এখনো চূড়ান্ত করা হয়নি। তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই পরিষেবার খরচ হবে সাধারণ মানুষের একদম নাগালের মধ্যে।
সূত্র বলছে, এই হাসপাতাল তৈরির ধারণা এসেছে পিজি হাসপাতালের উডবার্ন ওয়ার্ড থেকে। হ্যাঁ, একসময় যেখানে ভিআইপি ছাড়া প্রবেশ কঠিন ছিল, সেই জায়গা এখন সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। উডবার্ন ওয়ার্ডে তিন ধরনের কেবিন রয়েছে। ২০০০ টাকা, ২৫০০ টাকা এবং ৪০০০ টাকার। আর এখন সেই ওয়ার্ডে চালু হয়েছে ওটি ও আইসিইউ পরিষেবা। আর এই সাফল্যকে আরো বড় আকারে বাস্তবায়ন করতেই রাজ্য সরকারের এই হাসপাতাল নির্মাণের পদক্ষেপ।
এই বাজেট হাসপাতাল মডেলটি শুধুমাত্র কলকাতায় সীমাবদ্ধ না রেখে জেলায় জেলায় চালু করার পরিকল্পনাও নিচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই জমি খোঁজার কাজ শুরু হয়েছে। এক কথায় ভিআইপি পরিষেবা, আধুনিক পরিকাঠামো এবং কম খরচের সমন্বয় এই হাসপাতালটিকে এক নয়া উচ্চতায় নিয়ে যাবে।
প্রীতি পোদ্দার, কলকাতা: অপেক্ষার অবশেষে অবসান হতে চলেছে। আগামী ৩০ এপ্রিল মহা সাড়ম্বরে দিঘায় জগন্নাথ…
গরমের দাপটে শরীর ঠান্ডা রাখতে তরমুজের (Watermelon) জুড়ি মেলা ভার। প্রায় ৯০ শতাংশ জল থাকা…
ওপ্পো তাদের নতুন স্মার্টফোন সিরিজ, Oppo Reno 14 লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে বেশ…
মে মাসে ব্যাংকিং কার্যক্রমে প্রভাব ফেলতে পারে এমন একাধিক ছুটি রয়েছে। এই মাসে মোট ১২…
OnePlus শীঘ্রই ভারতে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 13s লঞ্চ করতে চলেছে। চীনে সম্প্রতি লঞ্চ…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের (India) বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ জিগির তুলেছিল পাকিস্তান! পশ্চিম দিকের দেশ থেকে…
This website uses cookies.