৮ দিন সম্পূর্ণ বন্ধ থাকবে ইস্টওয়েস্ট পরিষেবা, কবে কবে? দিনক্ষণ ঘোষণা কলকাতা মেট্রোর
পার্থ সারথি মান্না, কলকাতাঃ প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য কলকাতা মেট্রো ব্যবহার করেন। রাস্তার জাম সময় বাঁচাতে অফিস টাইমে প্রতিটা লাইনেই ভিড় থাকে চোখে পড়ার মত। তবে আগে থেকেই জানানো হয়েছিল যে ৮ই ফেব্রুয়ারি থেকে সম্পূর্ণ বন্ধ রাখা হতে পারে ইস্ট ওয়েস্ট মেট্রো। এবার সেই মর্মেই এল কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের নির্দেশিকা। কবে পর্যন্ত বন্ধ মেট্রো পরিষেবা?
যেমনটা জানা যাচ্ছে আগামী ১৩ই ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট লাইনের মেট্রো পরিষেবা। প্রথমে ৮ই ফেব্রুয়ারি থেকে একটানা ২৩শে মার্চ পর্যন্ত অর্থাৎ দেড় মাস গ্রিন লাইন মেট্রো বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এই সময়ের মাঝে একদিকে যেমন বইমেলা রয়েছে তেমনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরীক্ষাও চলবে। তাই একটানা নয়, দু ধাপে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রথমে ১৩ তারিখ থেকে ১৬ তারিখ অবধি বন্ধ রাখা হবে গ্রিন লাইন এক ও দুই। এরপর ফের ২০ই ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হবে। সব মিলিয়ে যেখানে দেড় মাস সার্ভিস বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল সেটা আপাতত ৮ দিন করা হয়েছে। তবে এই দিনগুলিতে যাত্রীদের ভোগান্তি শিকার হতে হবে বলে আশা করা হচ্ছে।
আসলে দ্বীর্ঘ ৫ বছর ধরে নানা বাঁধা পেনে এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ স্টেশন অবধি টানেলের কাজ শেষ হয়ে গিয়েছে। তবে এখনও অল্প কিছু পরীক্ষা হওয়া বাকি আছে, তাই আগামী ১৩ তারিখ থেকে শুরু করে ১৬ তারিখ অবধি মেট্রো পরিষেবা বন্ধ রাখা হবে। এরপর ২০ তারিখ থেকে ২৩ তারিখ অবধি বন্ধ রাখা হবে মেট্রো।
আরও পড়ুনঃ গুটখার পিক ফেললেই মোটা টাকা ফাইন! এবার আরও কড়া আইন লাগুর কথা বললেন মমতা
প্রসঙ্গত, যাত্রীদের ভোগান্তি যাতে কিছুটা কম হয় সেদিকে নজর দেওয়া হয়েছে মাত্র কর্তৃপক্ষের তরফ থেকে। কারণ শুরুর চার দিনের মধ্যে ১৫ তারিখ শনিবার ও ১৬ তারিখ রবিবার হওয়ায় অফিস টাইমের ভিড় থাকবে না। একইভাবে ২২ তারিখ ও ২৩ তারিখ শনি ও রবিবার হওয়ায় মেট্রো ব্যবহারকারীদের কম অসুবিধার সম্মুখীন হতে হবে বলে আশা করা হচ্ছে।
হোন্ডা তাদের জনপ্রিয় এন্ট্রি-লেভেল অ্যাডভেঞ্চার মোটরসাইকেল, CRF300L Rally-এর নতুন সংস্করণ লঞ্চের ঘোষণা করেছে। নতুন মডেলটিকে…
ভারত সরকার এবং রাজ্য সরকার উভয়ই সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে থাকে। বিশেষ…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL 2025 শুরু হওয়ার আগেই বড়সড় নিয়ম বাঁধল ভারতীয় ক্রিকেট বোর্ড (Board…
এক অদ্ভুত আবহাওয়া এখন বাংলা জুড়ে। বেশ ভালো গরম পড়ে গেছে। সকাল থেকে রাত দমবন্ধ…
অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ দোলের আগে দেশের বাজারে সোনা এবং রুপোর দামে (Gold and Silver Price)…
This website uses cookies.