লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

৯০ ওয়াট চার্জিং ও ৬,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে এপ্রিলেই বাজারে আসছে Vivo X200S

Published on:

Vivo X200S স্মার্টফোন Dimensity 9400 Plus প্রসেসর, ওয়্যারলেস চার্জিং, ও বাইপাস চার্জিং ফিচারের সাথে লঞ্চ হবে।

সুমন পাত্র, কলকাতা: Vivo ইতিমধ্যেই তাদের X200 লাইনআপের অধীনে তিনটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করেছে – X200, X200 Pro, এবং X200 Pro Mini। তবে এখানেই শেষ নয়, এই সিরিজে আরও কিছু প্রিমিয়াম ফোন আসবে বলে শোনা যাচ্ছে। আপকামিং মডেলগুলির মধ্যে অন্যতম হল Vivo X200S। এটি গত বছর অক্টোবরে রিলিজ হওয়া স্ট্যান্ডার্ড Vivo X200-এর আপগ্রেড ভার্সন হিসাবে আসছে। এপ্রিলে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে পারে। তার আগেই ডিভাইসটির প্রচুর ফিচার্স ফাঁস হয়েছে।

READ MORE:  Electric Bike: ১ লাখ টাকার কম দামে লঞ্চ হচ্ছে এই ইলেকট্রিক বাইক, একচার্জে চলবে ১৬০ কিমি

Vivo X200S এর স্পেসিফিকেশন ও ফিচার্স

Vivo X200S-এ থাকবে Dimensity 9400 Plus চিপ যা Dimensity 9400 প্রসেসরের একটি উন্নত ভার্সন। এটির ক্লক স্পিড ৩.৭ গিগাহার্টজ পর্যন্ত বৃদ্ধি পাবে। ফোনটিতে বাইপাস চার্জিং ফিচার এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে, যা স্ট্যান্ডার্ড X200 মডেলে অনুপস্থিত। জানিয়ে রাখি, বাইপাস চার্জিং সিস্টেমে ব্যাটারি চার্জ হওয়ার পরিবর্তে সরাসরি ফোনে চার্জ ঢোকে।

READ MORE:  মকর সংক্রান্তিতে মুকেশ আম্বানির বিশেষ উপহার! ২০০ দিনের Jio-র সস্তা আনলিমিটেড 5G রিচার্জ প্ল্যান

এই ব্যবস্থায় ব্যাটারির চার্জ বাড়েও না আবার কমেও না, অর্থাৎ স্থির থাকে। কিন্তু চার্জার থেকে সরাসরি ফোনে পাওয়ার আসে। সহজ কথায় বললে, ব্যাটারিকে পাশ কাটিয়ে, চার্জার থেকে শক্তি গ্রহণ করতে পারবে ভিভোর নতুন স্মার্টফোন। গেম খেলার সময় এই ফিচার সবথেকে কার্যকরী, কারণ বাইপাস চার্জিংয়ে ফোন গরম হওয়ার ভয় থাকবে না।

READ MORE:  এক সাবস্ক্রিপশনে ১৭টি OTT অ্যাপ, Vodafone Idea ইউজারদের জন্য দারুন খবর

Vivo 200S-এ ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে, যা ৯০ ওয়াট তারযুক্ত চার্জিং ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং অফার করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, ফটোগ্রাফির জন্য, এতে X200 এর মতো ৫০ মেগাপিক্সেলের IMX921 প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড Samsung JN1 লেন্স এবং ৩x অপটিক্যাল জুম সহ একটি ৫০ মেগাপিক্সেলের LYT-600 পেরিস্কোপ টেলিফটো লেন্স দেখা যেতে পারে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.