দেশের এক নম্বর টেলিকম সংস্থা রিলায়েন্স জিও তার কোটি কোটি গ্রাহকের কথা মাথায় রেখে নিয়ে এসেছে এমন একটি রিচার্জ প্ল্যান, যা ৯০ দিনের জন্য রিচার্জের চিন্তা একেবারে মিটিয়ে দেবে। দিনে দিনে যেমন গ্রাহকদের ডেটা ও ওটিটি চাহিদা বেড়েছে, সেই দিক বিবেচনায় রেখে এই নতুন প্ল্যানটি বাজারে এনেছে জিও। চলুন জেনে নিই এই নতুন অফারের সমস্ত খুঁটিনাটি।
জিওর ৯০ দিনের সেরা প্ল্যান – মাত্র ৮৯৯ টাকায়
এই নতুন প্ল্যানের মূল্য ৮৯৯ টাকা, যার বৈধতা পুরো ৯০ দিন। এই সময়কালে আপনি পাবেন—
– অসীমিত লোকাল ও STD কলিং
– প্রতিদিন ১০০টি ফ্রি SMS
– প্রতিদিন ২ জিবি করে ডেটা, অর্থাৎ মোট ১৮০ জিবি
– এছাড়াও থাকছে ২০ জিবি অতিরিক্ত ডেটা**, সবমিলিয়ে ২০০ জিবি ডেটা এক প্ল্যানে!
বিনামূল্যে OTT সাবস্ক্রিপশন ও আরও সুবিধা
এই প্ল্যানে আপনি শুধু ডেটা-কলিংই নয়, সঙ্গে পাচ্ছেন আরও কিছু দুর্দান্ত অ্যাডভান্টেজ—
– ৯০ দিনের জন্য ফ্রি Disney+ Hotstar সাবস্ক্রিপশন
– ৫০ জিবি জিও এআই ক্লাউড স্টোরেজ
– JioTV অ্যাপের মাধ্যমে লাইভ টিভি দেখার সুবিধা
কাদের জন্য আদর্শ এই প্ল্যান?
এই প্ল্যানটি বিশেষ করে তাদের জন্য যারা নিয়মিত বেশি ডেটা ব্যবহার করেন, OTT কনটেন্ট উপভোগ করতে চান, এবং রোজ রিচার্জের ঝামেলা থেকে বাঁচতে চান। একবার রিচার্জ করে ৩ মাস নিশ্চিন্তে ব্যবহার করা যাবে সব পরিষেবা।
তাই আর দেরি না করে এখনই রিচার্জ করে ফেলুন জিওর ৮৯৯ টাকার ৯০ দিনের প্ল্যান, আর উপভোগ করুন সীমাহীন পরিষেবা, বিনামূল্যে OTT, এবং বেশি ডেটার সুবিধা—সব এক প্ল্যানে!