৯৯ টাকায় আনলিমিটেড ভয়েস কলিং, BSNL-র নয়া রিচার্জ প্ল্যানে চাপে পড়ল এয়ারটেল ও জিও

কম দামি রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে BSNL বরাবরই এগিয়ে থাকে বেসরকারি সংস্থাগুলির থেকে। এদিন, আরও একটি রিচার্জ প্ল্যান চাপে ফেলল জিও, এয়ারটেল এবং ভিআইকে। মাত্র ৯৯ টাকায় পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কলিং। সাম্প্রতিক কালে যে হারে রিচার্জের দাম বাড়ছে, তাতে নাকানিচোবানি খাচ্ছেন সাধারণ মানুষ। সেই সকল গ্রাহকদের সুবিধার্থে এই নতুন রিচার্জ প্ল্যান হাজির করেছে বিএসএনএল।

এদিন, ভারত সঞ্চার নিগম লিমিটেড যে রিচার্জ প্ল্যানটি এনেছে তা একটি ভয়েস অনলি প্রিপেড প্ল্যান। অর্থাৎ যেখানে শুধু ভয়েস কলিং ও SMS এর সুবিধা পাওয়া যাবে। ডেটা থাকবে না। টেলিকম নিয়ন্ত্রক সংস্থার নির্দেশের পরে সরকারি ও বেসরকারি উভয় সংস্থাই এই ধরনের প্রিপেড প্ল্যান হাজির করেছে ব্যবহারকারীদের জন্য। যাদের ডেটার প্রয়োজন নেই তারা কম খরচে এই রিচার্জগুলি করতে পারবেন।

READ MORE:  জিওকে টেক্কা, দেশে Black IPTV পরিষেবা লঞ্চ করল Airtel, ইন্টারনেট ও বিনোদন একসঙ্গে

BSNL এর ৯৯ টাকার রিচার্জ

এই রিচার্জ প্ল্যানে আপনি বিনামূল্যে যতখুশি ফোন কল করতে পারবেন। ভ্যালিডিটি পাওয়া যাবে ১৭ দিন। তবে একটি অসুবিধা হল এতে ডেটা বা SMS করার সুবিধা পাওয়া যাবে না। যারা মূলত সেকেন্ডারি সিম হিসাবে বিএসএনএল ব্যবহার করেন তারা এটি বিবেচনা করতে পারেন। অথবা যারা কম খরচে মোবাইল চালু রাখতে ও কলিং করতে চান তারা এটি রিচার্জ করতে পারেন।

READ MORE:  BSNL 5 Months Plan: ৪০০ টাকার কমে ৫ মাস ভ্যালিডিটি! BSNL-এ এই প্ল্যানের সামনে কুপোকাত Jio, Airtel | BSNL Cheap Recharge Plan

ট্রাই-এর সাম্প্রতিক নির্দেশিকা অনুসরণ করে, বিএসএনএল এই উদ্যোগ নিয়েছে। যেখানে টেলিকম পরিষেবা প্রদানকারীদের ডেটা ছাড়া সাশ্রয়ী মূল্যের প্ল্যান চালু করতে উৎসাহিত করা হয়েছে। প্রসঙ্গত, ৯৯ টাকার রিচার্জ প্ল্যানের পাশাপাশি, সংস্থা ৪৩৯ টাকার একটি ভয়েস এবং SMS প্ল্যানও চালু করেছে, যার মেয়াদ ৯০ দিন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  BSNL 411 Plan: লড়াই জমিয়ে দিল BSNL, ৯০ দিনের এত সস্তা প্রিপেইড প্ল্যান আর কোথাও নেই | BSNL 90 Days Validity Recharge Plan

Scroll to Top