10,200mAh ব্যাটারি, 12.7 ইঞ্চি ব্যাটারি, ও JBL স্পিকারের সঙ্গে দুর্ধর্ষ ট্যাব লঞ্চ করছে Lenovo
Lenovo Idea Tab Pro গত বছরের জানুয়ারি মাসে লঞ্চ হয়েছিল গ্লোবাল মার্কেটে। অত্যাধুনিক ফিচার্সের জন্য বাজারে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। এবার জনপ্রিয় ট্যাবটি ভারতেও আসতে চলেছে। কারণ লেনোভো আমাজনে একটি টিজার শেয়ার করে এ দেশে ডিভাইসটির লঞ্চ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। এতে গুগল জেমিনি এআই, সার্কেল টু সার্চ এবং তাৎক্ষণিক অনুবাদের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত বৈশিষ্ট্য পাওয়া যাবে।
লেনোভো আইডিয়া ট্যাব প্রো-তে ৩K রেজোলিউশন (২৯৪৪x ১৮২০ পিক্সেল), ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪০০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা সহ লম্বা ১২.৭ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। ট্যাবটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩০০ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ আছে। এই ট্যাবে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম ভিত্তিক জেডইউআই ১৬ কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য, লেনোভো আইডিয়া ট্যাব প্রো-র রিয়ার প্যানেলে একটি ১৩ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। অন্যদিকে, সেলফি এবং ভিডিও কলের জন্য সামনের দিকে একটি ৮ মেগাপিক্সেল সেন্সর বর্তমান। এই ট্যাবলেটে খুব পাওয়ারফুল ১০,২০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যায়, যা ৪৫ ওয়াট তারযুক্ত (ওয়্যার্ড) ফাস্ট চার্জিং সমর্থন করে।
আইডিয়া ট্যাব প্রো-এর একটি উল্লেখযোগ্য ফিচার হল এর অডিও সেটআপ। এতে জেবিএল-এর কোয়াড স্পিকার সেটআপ রয়েছে যা ডলবি অ্যাটমস টিউনিং অফার করে। ট্যাবটির অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে উল্লেখযোগ্য মাইক্রোএসডি কার্ড স্লট, ওয়াইফাই ৬ই, ব্লুটুথ ৫.৩, ইউএসবি টাইপ-সি ৩.২ জেনারেশন ১ পোর্ট এবং আল্ট্রা স্লিম ৬.৯ মিমি বডি যার ওজন ৬১৫ গ্রাম।
দেশের সবচেয়ে জনপ্রিয় ছোট গাড়ি Tata Nano এবার আসছে একেবারে নতুন রূপে—একটি সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ি…
প্রীতি পোদ্দার, কলকাতা: আমাদের সকলের জীবনে অক্সিজেনের পরে, জল হল বেঁচে থাকার অন্যতম মাধ্যম। কারণ…
সৌভিক মুখার্জী, কলকাতা: বাইকপ্রেমীদের জন্য চমক। এবার বাজারে তাক লাগাতে আসছে বাজাজ অটোর Dominar 400।…
পার্থ সারথি মান্না, কলকাতাঃ ২০১৬ সালের উচ্চ প্রাথমিক শিক্ষকের নিয়োগ (SSC Upper Primary Recruitment) এখনও…
সৌভিক মুখার্জী, কলকাতা: নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য সাশ্রয়ী মূল্যে ভালো গাড়ি কেনা একসময় স্বপ্ন…
সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঠিক একদিন পরেই ভারতের প্রতিরক্ষা…
This website uses cookies.