লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

10,200mAh ব্যাটারি, 12.7 ইঞ্চি ব্যাটারি, ও JBL স্পিকারের সঙ্গে দুর্ধর্ষ ট্যাব লঞ্চ করছে Lenovo

Published on:

Lenovo Idea Tab Pro গত বছরের জানুয়ারি মাসে লঞ্চ হয়েছিল গ্লোবাল মার্কেটে। অত্যাধুনিক ফিচার্সের জন্য বাজারে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। এবার জনপ্রিয় ট্যাবটি ভারতেও আসতে চলেছে। কারণ লেনোভো আমাজনে একটি টিজার শেয়ার করে এ দেশে ডিভাইসটির লঞ্চ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। এতে গুগল জেমিনি এআই, সার্কেল টু সার্চ এবং তাৎক্ষণিক অনুবাদের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত বৈশিষ্ট্য পাওয়া যাবে।

READ MORE:  Samsung Galaxy Tab S10 FE+ Ram: বিশাল ডিসপ্লে ও প্রচুর পরিমাণ র‍্যামের সঙ্গে নতুন ট্যাবলেট আনছে Samsung, লঞ্চ কবে | Samsung Galaxy Tab S10 FE Plus Display

Lenovo Idea Tab Pro: স্পেসিফিকেশন ও ফিচার্স

লেনোভো আইডিয়া ট্যাব প্রো-তে ৩K রেজোলিউশন (২৯৪৪x ১৮২০ পিক্সেল), ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪০০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা সহ লম্বা ১২.৭ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। ট্যাবটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩০০ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ আছে। এই ট্যাবে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম ভিত্তিক জেডইউআই ১৬ কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা হয়েছে।

READ MORE:  Lenovo Yoga Tab Plus & Idea Tab Pro Launch: শক্তিশালী প্রসেসর সহ 10,200mah ব্যাটারি, একসাথে দুটি দুর্ধর্ষ ট্যাব লঞ্চ করল Lenovo | Lenovo Yoga Tab Plus and Idea Tab Pro Launch Price

ফটোগ্রাফির জন্য, লেনোভো আইডিয়া ট্যাব প্রো-র রিয়ার প্যানেলে একটি ১৩ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। অন্যদিকে, সেলফি এবং ভিডিও কলের জন্য সামনের দিকে একটি ৮ মেগাপিক্সেল সেন্সর বর্তমান। এই ট্যাবলেটে খুব পাওয়ারফুল ১০,২০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যায়, যা ৪৫ ওয়াট তারযুক্ত (ওয়্যার্ড) ফাস্ট চার্জিং সমর্থন করে।

আইডিয়া ট্যাব প্রো-এর একটি উল্লেখযোগ্য ফিচার হল এর অডিও সেটআপ। এতে জেবিএল-এর কোয়াড স্পিকার সেটআপ রয়েছে যা ডলবি অ্যাটমস টিউনিং অফার করে। ট্যাবটির অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে উল্লেখযোগ্য মাইক্রোএসডি কার্ড স্লট, ওয়াইফাই ৬ই, ব্লুটুথ ৫.৩, ইউএসবি টাইপ-সি ৩.২ জেনারেশন ১ পোর্ট এবং আল্ট্রা স্লিম ৬.৯ মিমি বডি যার ওজন ৬১৫ গ্রাম।

READ MORE:  Sony LinkBuds Fit WF-LS910N Earbuds Launched: সাউন্ড নিয়ে কথা হবে না! ANC ফিচার সহ লঞ্চ হল Sony-র নতুন ইয়ারবাডস, দাম কত | Sony LinkBuds Fit WF-LS910N Price in India

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.