108 Megapixel Camera Best 10 Smartphones: 108 মেগাপিক্সেল ক্যামেরা সহ সেরা ফিচার, 20 হাজার টাকার মধ্যে সেরা 10 স্মার্টফোন | Best 10 Smartphones Under 20k Rupees
বাজেট সেগমেন্টে এখন প্রতিযোগিতা চরমে। কারণ সমস্ত ব্র্যান্ডই ভ্যালু ফর মানি স্মার্টফোন বাজারে নিয়ে আসছে। আপনি ২০ হাজার টাকার কমে ভালো ক্যামেরা এবং পারফরম্যান্সের ফোন কিনতে পারবেন। এই প্রতিবেদনে আমরা এমনই সেরা ১০টি ডিভাইসের তালিকা নিয়ে হাজির হয়েছি। আপনি এর মধ্যে থেকে আপনার পছন্দের মডেল বেছে নিতে পারবেন।
Poco X6 Pro স্মার্টফোনে ৬৪ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল সেন্সর সহ ট্রিপল ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামরা দেওয়া হয়েছে। এর দাম ২০,৮৯২ টাকা। তবে ব্যাঙ্ক অফারে এটি ২০ হাজার টাকার কমে কেনা যাবে।
আরও পড়ুন: Poco X6 Pro এর দাম কত?
Realme P3 5G ফোনে ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। ছাড়ের পর এর দাম ১৬,৯৯৯ টাকা পড়বে।
আরও পড়ুন: Realme P3 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
নতুন মডেল লঞ্চ হওয়ার পর Nothing Phone (2a) ডিভাইসটি ১৮,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এতে ৫০ মেগাপিক্সেল +৫০ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Nothing Phone (2a) এর স্পেসিফিকেশন
Motorola Edge 50 Fusion ডিভাইসে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে এবং এটি বর্তমানে ২০,৮৫০ টাকায় তালিকাভুক্ত আছে। ব্যাঙ্ক ডিসকাউন্টের পর এটি ২০ হাজার টাকার কমে কেনা যাবে।
আরও পড়ুন: Motorola Edge 50 Fusion এর দাম কত?
Samsung Galaxy M35 5G এর দাম এখন ১৪,৬০১ টাকা। এতে কোম্পানির নিজস্ব এক্সিনস ১৩৮০ প্রসেসর দেওয়া হয়েছে। সাথে আছে ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ।
আরও পড়ুন: Samsung Galaxy M35 5G ফিচার এবং স্পেসিফিকেশন
Motorola G85 5G ফোনটি ছাড়ের পরে ১৭,৮৪০ টাকায় কেনা যাবে। এতে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর পাওয়া যাবে।
আরও পড়ুন: Motorola G85 5G এর ফিচার এবং স্পেসিফিকেশন
iQOO Z9s ডিভাইসে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও শক্তিশালী ৫৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এটি ১৮,৯৭২ টাকায় কেনা যাবে।
আরও পড়ুন: iQOO Z9s 5G ক্যামেরা কত মেগাপিক্সেল?
Realme P2 Pro 5G ফোনে স্ন্যাপড্রাগন ৭এস জন ২ প্রসেসর এবং ৫০ মেগাপিক্সেল ক্যামেরা উপস্থিত। এই ডিভাইসটি ১৮,৯৯৯ টাকায় কেনার সুযোগ রয়েছে।
আরও পড়ুন: Realme P2 Pro 5G ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের দাম কত?
এই পোকো স্মার্টফোনের দাম ১৮,৯৯৯ টাকা রাখা হয়েছে। এতে ৬.৬৭ ইঞ্চির ১.৫কে কার্ভড AMOLED ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
আরও পড়ুন: Poco X7 5G এর দাম কত?
Infinix Note 40 Pro 5G স্মার্টফোনে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে ১৮,৯৯৯ টাকা। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২০ প্রসেসর পাওয়া যাবে।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ০৬ই এপ্রিল, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কাটবে?…
শ্বেতা মিত্র, কলকাতাঃ স্বপ্ন পূরণে কোনও বাধাই যে বাধা হয় না, তা আবারও একবার প্রমাণ…
নতুন ফোন কিনতে চান? তাহলে কয়েকটা দিন অপেক্ষা করে যান। কারণ আগামী সপ্তাহে ভারতীয় বাজারে…
25 হাজার টাকার কম দামে নতুন ফোন কিনতে চাইলে অ্যামাজনে আপনার জন্য দুর্দান্ত ডিল রয়েছে।…
ভালো সাউন্ডের জন্য অনেকেই ডলবি অডিও প্রযুক্তি সহ স্মার্ট টিভির (Smart TV) সন্ধান করেন, তাদের…
সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্ব বিখ্যাত ভবিষ্যৎ বক্তা বাবা ভাঙ্গা তাঁর রহস্যময় ভবিষ্যৎবাণীর (Baba Vanga Prediction)…
This website uses cookies.