10G Network: 5G অতীত, চালু হল 10G নেটওয়ার্ক! ইন্টারনেটের সংজ্ঞা বদলে দিল চীন | 10G Internet In China
সৌভিক মুখার্জী, কলকাতা: কল্পনা করুন তো, একটি 4K সিনেমা ডাউনলোড করতে মাত্র 20 সেকেন্ড লাগছে! কি বিশ্বাস হচ্ছে না? কিন্তু এমনটাই হতে চলেছে। ড্রাগনের দেশ ইতিমধ্যেই এই প্রযুক্তিকে বাস্তবে রূপ দিয়ে ফেলেছে। সূত্রের খবর, গত 20 এপ্রিল রবিবার, চীনের হেবেই প্রদেশের সুনাম কাউন্টিতে আনুষ্ঠানিকভাবে প্রথম 10G ব্রডব্যান্ড (10G Network) নেটওয়ার্ক চালু হয়েছে। জানা যাচ্ছে, এই প্রযুক্তির বিপ্লব ঘটিয়েছে দুই জায়ান্ট প্রতিষ্ঠান হুয়াওয়ে ও চায়না ইউনিকম।
সূত্র বলছে, এই নতুন ব্রডব্যান্ড প্রযুক্তির সাহায্যে পাওয়া যাবে চমক দেওয়া ইন্টারনেটের গতি। হ্যাঁ, ডাউনলোড স্পিড থাকবে 9834 Mbps এবং আপলোড স্পিড থাকবে 1008 Mbps। মানে ভাবতে পারছেন? এমনকি লেটেন্সি থাকবে মাত্র 3 মিলিসেকেন্ড। আর এই সংযোগের পেছনে রয়েছে 50G প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক (PON), যা বর্তমানে ফাইবার অপটিক লাইনগুলির মধ্যে আরও ডেটা ট্রান্সমিশন উন্নত করেছে।
সূত্র বলছে, এই নেটওয়ার্কের মাধ্যমে মুহূর্তের মধ্যেই বড় বড় 4K বা 8K ভিডিও ডাউনলোড হয়ে যাবে। এও জানা যাচ্ছে, ভার্চুয়াল এবং অগমেন্টেড অভিজ্ঞতা এবার হবে আরও নিখুঁত। পাশাপাশি স্মার্ট হোম ডিভাইসের কন্ট্রোল ঝড়ের গতিতে চলবে এবং ক্লাউড কম্পিউটিং ও AI ভিত্তিক অ্যাপ্লিকেশন চলবে আরো ফাস্ট।
একটি 20GB 4K সিনেমা যেখানে সাধারণ ইন্টারনেট সংযোগে ডাউনলোড করতে সময় লাগে 7 থেকে 10 মিনিট, সেখানে 10G সংযোগে সময় লাগবে মাত্র 20 সেকেন্ড। হ্যাঁ, এটাই সত্যি। আর এই বিরাট প্রযুক্তি ইতিমধ্যেই জিংপিং এর দেশে পা রেখেছে।
সূত্র বলছে, এই দ্রুত গতির ইন্টারনেট শুধুমাত্র বিনোদনের জন্য নয়, বরং শিক্ষাক্ষেত্রে অনলাইন ক্লাস হবে আরও উন্নত, চিকিৎসা ব্যবস্থায় রিয়েল-টাইম টেলিমেডিসিন ও অপারেশনের সুবিধা হবে আরও নিখুঁত ও ফাস্ট। পাশাপাশি কৃষিক্ষেত্রে স্মার্ট সেন্সর ও ডেটা ভিত্তিক পরিষেবা হবে আরও উন্নত।
এই 10G প্রযুক্তির মাধ্যমে চীন এখন এমন এক উচ্চতায় পৌঁছে গিয়েছে, যা সংযুক্ত আরব আমিরাত, কাতার বা অন্যান্য উন্নত দেশগুলির প্রচলিত ব্রডব্যান্ড স্পিডগুলিকে কয়েকগুণ ছাড়িয়ে গিয়েছে। এখন দেখার, অন্যান্য দেশগুলিতে এই পরিষেবার কবে হাতেখড়ি হয়।
ঘোষণা মতো আজ লঞ্চ হল Oppo K12s স্মার্টফোন। এর দাম শুরু হয়েছে প্রায় ১৪,০০০ টাকা…
Apple সম্প্রতি ভারতে সস্তা আইফোন মডেল হিসেবে iPhone 16e লঞ্চ করেছে। এই মডেলটি এখন সস্তায়…
হুয়াওয়ে একপ্রকার চুপিচুপি তাদের নতুন স্মার্টফোন Huawei Enjoy 80 লঞ্চ করল। এর দাম শুরু হয়েছে…
সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত ডিএ (DA Case) মামলার আজ গুরুত্বপূর্ণ শুনানি…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৩শে এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
আপনি যদি ১২ হাজার টাকার কমে 5G ফোন খুঁজে থাকেন তাহলে Realme Narzo N65 5G…
This website uses cookies.