লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

10G Network: 5G অতীত, চালু হল 10G নেটওয়ার্ক! ইন্টারনেটের সংজ্ঞা বদলে দিল চীন | 10G Internet In China

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: কল্পনা করুন তো, একটি 4K সিনেমা ডাউনলোড করতে মাত্র 20 সেকেন্ড লাগছে! কি বিশ্বাস হচ্ছে না? কিন্তু এমনটাই হতে চলেছে। ড্রাগনের দেশ ইতিমধ্যেই এই প্রযুক্তিকে বাস্তবে রূপ দিয়ে ফেলেছে। সূত্রের খবর, গত 20 এপ্রিল রবিবার, চীনের হেবেই প্রদেশের সুনাম কাউন্টিতে আনুষ্ঠানিকভাবে প্রথম 10G ব্রডব্যান্ড (10G Network) নেটওয়ার্ক চালু হয়েছে। জানা যাচ্ছে, এই প্রযুক্তির বিপ্লব ঘটিয়েছে দুই জায়ান্ট প্রতিষ্ঠান হুয়াওয়ে ও চায়না ইউনিকম।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কী এই 10G ব্রডব্যান্ড?

সূত্র বলছে, এই নতুন ব্রডব্যান্ড প্রযুক্তির সাহায্যে পাওয়া যাবে চমক দেওয়া ইন্টারনেটের গতি। হ্যাঁ, ডাউনলোড স্পিড থাকবে 9834 Mbps এবং আপলোড স্পিড থাকবে 1008 Mbps। মানে ভাবতে পারছেন? এমনকি লেটেন্সি থাকবে মাত্র 3 মিলিসেকেন্ড। আর এই সংযোগের পেছনে রয়েছে 50G প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক (PON), যা বর্তমানে ফাইবার অপটিক লাইনগুলির মধ্যে আরও ডেটা ট্রান্সমিশন উন্নত করেছে।

READ MORE:  গুলি চালানোই হল কাল, পাল্টা ভারতীয় সেনার জবাবে নিহত একাধিক পাকিস্তানি জওয়ান

20 সেকেন্ডে 4K সিনেমা ডাউনলোড!

সূত্র বলছে, এই নেটওয়ার্কের মাধ্যমে মুহূর্তের মধ্যেই বড় বড় 4K বা 8K ভিডিও ডাউনলোড হয়ে যাবে। এও জানা যাচ্ছে, ভার্চুয়াল এবং অগমেন্টেড অভিজ্ঞতা এবার হবে আরও নিখুঁত। পাশাপাশি স্মার্ট হোম ডিভাইসের কন্ট্রোল ঝড়ের গতিতে চলবে এবং ক্লাউড কম্পিউটিং ও AI ভিত্তিক অ্যাপ্লিকেশন চলবে আরো ফাস্ট।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

সাধারণ ইন্টারনেটের তুলনায় কতটা এগিয়ে?

একটি 20GB 4K সিনেমা যেখানে সাধারণ ইন্টারনেট সংযোগে ডাউনলোড করতে সময় লাগে 7 থেকে 10 মিনিট, সেখানে 10G সংযোগে সময় লাগবে মাত্র 20 সেকেন্ড। হ্যাঁ, এটাই সত্যি। আর এই বিরাট প্রযুক্তি ইতিমধ্যেই জিংপিং এর দেশে পা রেখেছে। 

READ MORE:  ICC Champions Trophy 2025 Best XI: ICC-র সেরা একাদশ থেকে বাদ রোহিত, পাকিস্তান! দাপট দেখাচ্ছে টিম ইন্ডিয়ার বাকিরা! দেখুন তালিকা | Rohit Sharma Not Named In ICC's Best XI

শিক্ষা, চিকিৎসা সবেতেই আসছে নয়া বিপ্লব

সূত্র বলছে, এই দ্রুত গতির ইন্টারনেট শুধুমাত্র বিনোদনের জন্য নয়, বরং শিক্ষাক্ষেত্রে অনলাইন ক্লাস হবে আরও উন্নত, চিকিৎসা ব্যবস্থায় রিয়েল-টাইম টেলিমেডিসিন ও অপারেশনের সুবিধা হবে আরও নিখুঁত ও ফাস্ট। পাশাপাশি কৃষিক্ষেত্রে স্মার্ট সেন্সর ও ডেটা ভিত্তিক পরিষেবা হবে আরও উন্নত।

বিশ্বের অন্যান্য দেশগুলি এখনো পিছিয়ে…

এই 10G প্রযুক্তির মাধ্যমে চীন এখন এমন এক উচ্চতায় পৌঁছে গিয়েছে, যা সংযুক্ত আরব আমিরাত, কাতার বা অন্যান্য উন্নত দেশগুলির প্রচলিত ব্রডব্যান্ড স্পিডগুলিকে কয়েকগুণ ছাড়িয়ে গিয়েছে। এখন দেখার, অন্যান্য দেশগুলিতে এই পরিষেবার কবে হাতেখড়ি হয়।

READ MORE:  বদলে গেল ভারতের সবথেকে বড় এন্টারটেইনমেন্টের সময়সূচী! কবে থেকে শুরু হচ্ছে আইপিএল?

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.