লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

15 হাজার টাকার কমে 18GB র‌্যাম সহ লঞ্চ হল Realme Narzo 80x 5G ফোন, রয়েছে 50MP রিয়ার ক্যামেরা

Published on:

প্রত্যাশা মতোই আজ ভারতে লঞ্চ হল Realme Narzo 80x 5G। দামের তুলনায় এতে অত্যাধুনিক ফিচার পাওয়া যাবে। যারা 15,000 টাকার মধ্যে নতুন ফোন খোঁজ করছেন তারা Realme Narzo 80x বেছে নিতে পারেন। এতে নতুন চিপসেট, বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সুবিধা আছে। এতে 45W সুপারভুক চার্জিং সাপোর্টসহ 6,000mAh ব্যাটারি রয়েছে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

READ MORE:  Best Smartphone: উঠবে দুর্দান্ত সেলফি! Vivo, Oppo, Redmi -র দুর্ধর্ষ ফিচারের স্মার্টফোন অর্ডার করুন | Best Smartphone selfie front camera under 30000

Realme Narzo 80x 5G এর ভারতে দাম কত

রিয়েলমি নারজো 80x 5জি দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এর 6GB র‌্যাম + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 13,999 টাকা। আর 8GB র‍্যাম + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 14,999 টাকা।

রিয়েলমি নারজো 80x 5জি-এর আর্লি বার্ড সেল আজ সন্ধ্যা 6:00 টা থেকে মধ্যরাত পর্যন্ত realme.com এবং অ্যামাজনে আয়োজন করা হবে। ডিভাইসটি ব্লু ওসান এবং সানলিট গোল্ড কালারে এসেছে।

READ MORE:  iQOO Neo 11 Series Feature: তৈরি হবে নতুন রেকর্ড, এই প্রথম স্মার্টফোনে 7000+ mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং | iQOO Neo 11 7000mah Battery

Realme Narzo 80x 5G এর ফিচার এবং স্পেস

রিয়েলমি নারজো 80x 5জি ফোনে 6.72 ইঞ্চি FHD+ 120Hz ডিসপ্লে আছে। এটি লেটেস্ট মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর দ্বারা পরিচালিত। এতে 10GB পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম আছে। ডিভাইসটি মিলিটারি গ্রেড সার্টিফিকেশন সহ এসেছে।

Realme Narzo 80x 5G স্মার্টফোনে ফটোগ্রাফির জন্য পিছনে 50MP প্রাইমারি রিয়ার ক্যামেরা, এবং 2MP পোর্ট্রেট ক্যামেরা বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP68 + IP69 রেটিং রয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 15-ভিত্তিক One UI 5.0 কাস্টম স্কিনে চলে। এতে 45W সুপারভুক ফাস্ট চার্জিং সহ 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

READ MORE:  ১০ হাজার টাকা ডিসকাউন্ট, iPhone 16 প্রথমবার অনেক সস্তায় কিনুন

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.