19 মিনিটে ফুল চার্জ হবে, 120W ফাস্ট চার্জিং সহ আসা সবচেয়ে সস্তা 5 স্মার্টফোন, Redmi আছে লিস্টে
আজকাল স্মার্টফোন ছাড়া কয়েক মিনিট কাটানো কঠিন। তাই ফাস্ট চার্জিং ও ভালো ব্যাটারি লাইফের স্মার্টফোনের চাহিদা বাজারে তুঙ্গে। আপনিও যদি নিজের জন্য ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ফোন কিনতে চান তাহলে আমরা আপনার জন্য ১২০ ওয়াট চার্জিং সহ আসা কয়েকটি ডিভাইসের সন্ধান দিতে পারি। এই লিস্টে এমন একটি ফোনও রয়েছে যা ১৯ মিনিটে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায়।
রিয়েলমির লেটেস্ট স্মার্টফোনে ৫৮০০ এমএএইচ জাম্বো ব্যাটারি আছে যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি, মাত্র ১৪ মিনিটেই এই প্রযুক্তি ০ থেকে ৫০% ব্যাটারি চার্জ করতে সক্ষম। বর্তমানে ফ্লিপকার্টে ৫৪,৯৯৯ টাকায় কেনা যাচ্ছে ডিভাইসটি। ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ৩x অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা পাওয়া যাবে। এই ক্যামেরা ১২০x ডিজিটাল জুম সাপোর্ট করে। এতে আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোড আছে।
আইকো ১৩ ফোনে আছে ৬০০০ এমএএইচ ব্যাটারি, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। মাত্র ২২ মিনিটেই ফোনটি ১-১০০% চার্জ হয়ে যায়। এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজনে ৫৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৯২১ প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ৪এক্স লসলেস জুম সহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮১৬ টেলিফটো লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।
এই রেডমি ফোনটি ১২০ ওয়াট হাইপার চার্জিং সাপোর্ট করে। এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির দাবি, ১৯ মিনিটে এর ব্যাটারি ১০০% চার্জ হয়ে যায়। এটা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসা সবচেয়ে সস্তা ফোন। এর ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টে ২২,৩১০ টাকায় পাওয়া যাচ্ছে। সংস্থার দাবি, হাইপার চার্জিং প্রযুক্তির সাহায্যে মাত্র ১৯ মিনিটে ফোনের ব্যাটারি ০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ হয়। ফটোগ্রাফির জন্য, এতে
২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে।
আইকোর এই ডিভাইসের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজন ইন্ডিয়ায় ৪৫,৯৯৫ টাকায় বিক্রি হচ্ছে। এতে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে ও দুর্দান্ত ক্যামেরা সেটআপ আছে। এতে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল এবং ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স।
এই ডিভাইসে ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ১২০ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি শুটার এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর। এছাড়াও, এই ডিভাইসের সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এই ফোনটি ফ্লিপকার্টে ২৫,৩১৮ টাকায় বিক্রি হচ্ছে।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.