2025 BMW C 400 GT Launched: দুটো গাড়ির সমান দাম! ভারতে এল জার্মান কোম্পানির এই অসাধারণ হাই-টেক স্কুটার | 2025 BMW C 400 GT Price in India
হাই-টেক এবং উচ্চ পারফরম্যান্স সম্পন্ন নতুন স্কুটার লঞ্চ হল ভারতে। আজ, আনুষ্ঠানিক ভাবে প্রকাশ হল নতুন সংস্করণের BMW C 400 GT। বিএমডব্লিউ মোটোরাড ইন্ডিয়ার তরফে এই স্কুটার লঞ্চ করা হয়েছে। জানা গিয়েছে, এই প্রিমিয়াম স্কুটারটি সম্পূর্ণরূপে নির্মিত ইউনিট (CBU) হিসাবে ভারতে বিক্রি হবে। BMW C 400 GT এর দাম রাখা হয়েছে ১১.৫০ লাখ টাকা (এক্স-শোরুম), যা প্রায় দুটো গাড়ির সমান।
নতুন BMW C 400 GT দুটি রঙের স্কিমে পাওয়া যাবে – ব্ল্যাকস্টর্ম মেটালিক এবং ডায়মন্ড হোয়াইট মেটালিক (এক্সক্লুসিভ প্যাকেজ)। ব্ল্যাকস্টর্ম মেটালিক সংস্করণে মিলবে একটি কালো সিট, রিম এবং সামনের ব্রেক ক্যালিপার। অন্যদিকে, ডায়মন্ড হোয়াইট মেটালিক (এক্সক্লুসিভ প্যাকেজ) ভার্সনে সোনালী রিম, সোনালী ফ্রন্ট ব্রেক ক্যালিপার, এবং একটি রঙিন উইন্ডশিল্ড রয়েছে।
বিএমডব্লিউ-এর এই স্কুটারে ৩৫০ সিসি, ওয়াটার কুলড, সিঙ্গেল সিলিন্ডার, ইঞ্জিন বর্তমান, যা সর্বোচ্চ ৩৪ হর্সপাওয়ার এবং ৩৫ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। স্কুটারে বিশেষ BMW Motorrad ABS Pro সিস্টেম রয়েছে, যার অধীনে ডাইনামিক ব্রেক কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল ও ইঞ্জিন ড্র্যাগ কন্ট্রোলের মতো ফিচার পাওয়া যাবে।
অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে, সামনের দিকে একটি এলইডি হেডলাইট, এলইডি ডিআরএল (যা স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে পাওয়া যাবে), অ্যাডজাস্টেবেল উইন্ডস্ক্রিন এবং কানেক্টিভিটি প্রো-এর সাথে স্ট্যান্ডার্ড হিসাবে একটি ১০.২৫ ইঞ্চি টিএফটি ডিসপ্লে। এছাড়াও, স্কুটারের বাম দিকে অবস্থিত স্টোরেজ কম্পার্টমেন্টে একটি চার্জিং ক্র্যাডল আছে, যা স্মার্টফোন চার্জ করার জন্য ব্যবহার করা যাবে।
এই হাই-টেক স্কুটারে স্মার্টফোন সহ নানা ইলেকট্রনিক্স ডিভাইস চার্জ দেওয়ার জন্য ইউএসবি টাইপ-সি পোর্ট পাওয়া যাবে। আবার বাড়তি সুবিধা হিসাবে কিলেস রাইড উপলব্ধ। আসন নতুন ভাবে ডিজাইন করার ফলে আন্ডার সিট স্টোরেজ কম্পার্টমেন্টে মালপত্র রাখার ধারণক্ষমতা বেড়ে ৩৭.৬ লিটার হয়েছে।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৬ই মার্চ, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন কাটবে আজ…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতিটা মন্দিরেই বিগ্রহের পাশাপাশি মন্দিরে মন্দিরে প্রণামী বাক্স থাকে। কিন্তু দর্শনার্থী, ভক্তেরা…
আপনি যদি জিও ব্যবহারকারী হন এবং একটি সাশ্রয়ী মূল্যের পরিকল্পনার সন্ধানে থাকেন, তাহলে একটি দুর্দান্ত…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে যোগ দিতে চান? তাহলে আপনার জন্য…
ভারতে এবার উচ্চগতির ইন্টারনেট পরিষেবার যুগ শুরু হতে চলেছে। এলন মাস্কের স্পেসএক্স সংস্থার স্যাটেলাইট ভিত্তিক…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ চাকরিজীবীদের জন্য কর্মচারী ভবিষ্যনিধি (EPF) আর্থিক সুরক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি…
This website uses cookies.