লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

2025 Ducati Scrambler Launched: নতুন লুকে হাজির Ducati Scrambler Full Throttle, ব্রোঞ্জ চাকা ও নম্বর প্লেটে স্টাইলের ছোঁয়া

Published on:

Ducati ভারতের বাজারে লঞ্চ করলো তাদের নতুন স্ক্র্যাম্বলার – 2025 Ducati Scrambler Full Throttle।
এটি আগ্রাসী ব্ল্যাক ও ব্রোঞ্জ কালার অপশনে পাওয়া যাবে। এই কালার স্কিম বাইকটির রেসিং স্বভাবকে ফুটিয়ে তুলেছে। এর মধ্যে ব্রোঞ্জ কালারের চাকা ও পাশে থাকা নম্বর প্লেট বাইকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এর সাথে পাওয়া যাবে লো-সেট, ভ্যারিয়েবল হ্যান্ডেলবার।

READ MORE:  OnePlus স্মার্টফোনে আমূল পরিবর্তন, আইফোনের মতো বিশেষ স্মার্ট বাটন পাবেন ব্যবহারকারীরা

2025 Ducati Scrambler Full Throttle এর ডিজাইন ও ফিচার

২০২৫ ডুকাটি স্ক্র্যাম্বলার ফুল থ্রটল বাইকটির ডিজাইনে একাধিক পরিবর্তন এসেছে। খাঁজকাটা রিয়ার এন্ড ও অপেক্ষাকৃত অনুভূমিক, কিন্তু আরামদায়ক সিট – সবকিছুই রাইডারের আরাম ও বাইকের স্টাইলিশ লুককে প্রাধান্য দিয়ে তৈরি। ফলে বাইকটি শহরের রাস্তায় হোক বা হাইওয়েতে, সমান দক্ষতার সঙ্গে চলতে পারবে।

ফিচারের কথা বললে এই বাইকে রয়েছে ৪.৩ ইঞ্চির TFT স্ক্রিন, যা ইনস্ট্রুমেন্টেশন ও কানেক্টিভিটির জন্য ব্যবহৃত হয়। ডুকাটি মাল্টিমিডিয়া সিস্টেমের সঙ্গে যুক্ত এই স্ক্রিন রাইডারকে বিভিন্ন তথ্য দেখাবে। এখানে ‘রোড’ ও ‘স্পোর্ট’ – দুটি রাইড মোড আছে। নিরাপত্তার জন্য এতে আছে Cornering ABS ও Ducati Traction Control (DTC)।

READ MORE:  Realme Narzo 80x 5G Price in India: এত সস্তা হবে Realme Narzo 80 Pro 5G ও Narzo 80x 5G, লঞ্চের আগেই দাম ও সেলের তারিখ ঘোষণা | Realme Narzo 80 Pro 5G Sale Date

২০২৫ ডুকাটি স্ক্র্যাম্বলার ফুল থ্রটল বাইকে ছয় গিয়ারবিশিষ্ট ৮০৩ সিসি এল-টুইন, এয়ার-কুল্ড ইঞ্জিন দেওয়া হয়েছে, তা ৭১.৮৭ বিএইচপি শক্তি এবং ৬৫.২ এনএম টর্ক উৎপন্ন করে। এই বাইক ক্লাচ ছাড়াই গিয়ার বদল করতে দেবে।

2025 Ducati Scrambler Full Throttle এর দাম

২০২৫ ডুকাটি স্ক্র্যাম্বলার ফুল থ্রটল বাইকের দাম রাখা হয়েছে ১২.৬০ লাখ টাকা (এক্স-শোরুম)। ইতিমধ্যেই এর বুকিং শুরু হয়েছে। এটি দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাইসহ দেশের বিভিন্ন ডুকাটি শোরুম থেকে কেনা যাবে।

READ MORE:  Samsung Galaxy A26 Design: নয়া ডিজাইন ও দুর্দান্ত ফিচার সহ Samsung Galaxy A26 বাজারে ঝড় তুলতে আসছে, দাম কত থাকবে | Samsung Galaxy A26 Launch Date

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.