2025 Honda Hornet 20 Launch: পালসার-অ্যাপাচির ঘুম কেড়ে লঞ্চ হল নতুন Honda Hornet, লুকস ও ফিচার্সে মুগ্ধ হবেন | 2025 Honda Hornet 20 Price
ভারতে Honda Hornet 2.0 মোটরসাইকেলের নতুন সংস্করণ লঞ্চ হল। নয়া সংস্করণের দাম ১,৫৬,৯৫৩ টাকা (এক্স-শোরুম রাখা হয়েছে। হোন্ডার সম্প্রতি আপডেট করা অন্যান্য মডেলগুলির মতো, নতুন Hornet 2.0 ইঞ্জিন ডিজাইন, এবং ফিচার্স ডিপার্টমেন্টে অগ্রগতি নিয়ে এসেছে। বাইকটি এখন দেশজুড়ে হোন্ডার সমস্ত রেড উইং এবং বিগউইং ডিলারশিপে পাওয়া যাচ্ছে।
২০২৫ হর্নেট ২.০ মডেলে সম্পূর্ণ এলইডি লাইটিং সেটআপ পাবেন। এটি চারটি রঙে উপলব্ধ হবে — পার্ল ইগনিস ব্ল্যাক, রেডিয়েন্ট রেড মেটালিক, অ্যাথলেটিক ব্লু মেটালিক এবং ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক। এছাড়া, মোটরসাইকেলটিতে এখন নতুন গ্রাফিক্স রয়েছে যা, ডিজাইনে নতুন মাত্রা যোগ করেছে। লুকসে পরিবর্তন বলতে এই পর্যন্তই, তবে ফিচার্স লিস্টে প্রচুর আপডেট এসেছে।
হোন্ডার এই বাইকে ৪.২-ইঞ্চি টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার যুক্ত হয়েছে, যা কোম্পানির রোডসিঙ্ক অ্যাপের মাধ্যমে ব্লুটুথ কানেক্টিভিটি সমর্থন করে। এই ডিসপ্লে নেভিগেশন, ইনকামিং কল অ্যালার্ট ও এসএমএস নোটিফিকেশন অফার করে। এছাড়াও, টাইপ-সি চার্জিং পোর্টও, ডুয়াল চ্যানেল এবিএস এবং ট্র্যাকশন কন্ট্রোল সহ নানা আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে।
নতুন হোন্ডা হর্নেট ২.০ বাইকে ভারত সরকার দ্বারা নির্ধারিত OBD2B কমপ্লায়েন্ট ইঞ্জিন রয়েছে। ১৮৪ সিসি, সিঙ্গেল সিলিন্ডার যুক্ত ইঞ্জিন থেকে ৮,৫০০ আরপিএম গতিতে ১৬.৭ বিএইচপি ক্ষমতা এবং ৬,০০০ আরপিএমে ১৫.৭ এনএম টর্ক তৈরি হবে। মসৃণ পাওয়ার ডেলিভারির জন্য ইঞ্জিনটি পাঁচ গতির গিয়ারবক্সের সাথে যুক্ত। অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ গিয়ার শিফট উন্নত করে এবং হঠাৎ ডাউনশিফটের সময় পিছনের চাকা লক হওয়া প্রতিরোধ করে।
সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই উচ্চতার শিখরে উঠছে ভারতীয় রেল। এখন রেলে ভ্রমণ…
সহেলি মিত্র, কলকাতা: আর মাত্র কিছুক্ষণ তারপরেই বাংলাজুড়ে ধেয়ে আসছে শিলাবৃষ্টি সঙ্গে কালবৈশাখী। আলিপুর আবহাওয়া…
প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: কয়েক বছর আগে পেগাসাস (Pegasus) সফ্টওয়্যারের মাধ্যমে বিরোধীদের ফোনে আড়ি পাতার…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার গুজরাতের বিপক্ষে আগুন ঝরিয়েছেন 14 বছর বয়সী বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)।…
Business Idea: গাছের প্রতি ভালবাসা থেকে শুরু, আর সেই ভালোবাসাকেই পুঁজি করে এবার আত্মনির্ভর হয়েছে…
যাদের কাছে রেশন কার্ড রয়েছে এবং সরকারি রেশনের সুবিধা পেতে চান, তাদের জন্য এক গুরুত্বপূর্ণ…
This website uses cookies.