2025 KTM 390 Duke Launch: মাইলেজ বাড়াতে যুক্ত হচ্ছে বিশেষ ফিচার, KTM-এর বাইক এবার পছন্দ হবে সকলের | 2025 KTM 390 Duke Price
KTM ভারতে নতুন সংস্করণের বাইক হাজির করার দোরগোড়ায়। তরুণ রাইডারদের মধ্যে জনপ্রিয় 390 Duke মোটরসাইকেলটির 2025 ভার্সন শীঘ্রই লঞ্চ করতে চলেছে কোম্পানি। সম্প্রতি এক ডিলারশিপে বাইকটি ক্যামেরায় ধরা পড়েছে। এই বাইকে পাওয়া যাবে ক্রুজ কন্ট্রোল ফিচার, যা সাধারণত দামি স্পোর্টস বাইকে পেয়ে থাকেন ক্রেতারা। এছাড়াও একাধিক নতুন রঙের বিকল্প পাওয়া যাবে মোটরসাইকেলে।
নতুন প্রজন্মের কেটিএম ৩৯০ ডিউক মডেলে একাধিক রংয়ের বিকল্পের সঙ্গে পাওয়া যাবে ক্রুজ কন্ট্রোল ফিচার। এই ক্রুজ কন্ট্রোল শহরাঞ্চলে ভ্রমণকারী রাইডারদের জন্য খুব বেশি তাৎপর্যপূর্ণ না হলেও, যাঁরা প্রায়শই লং ট্রিপে বা অফ-রোডিংয়ে যান তাঁদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এই ফিচার মাইলেজ বাড়াতে পারে, আরও ভালো জ্বালানি দক্ষতা প্রদান করার পাশাপাশি বাইকের নিয়ন্ত্রণ এবং ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করবে।
বাইকের নতুন মডেলে গান মেটাল ধূসর রংয়ের স্কিম যুক্ত হবে বলে শোনা যাচ্ছে। নতুন রঙের স্কিমে ম্যাট ধূসর এবং কালো ও কমলা রঙের কনট্রাস্ট টোনের মিশ্রণ থাকবে। এগুলি ছাড়া নতুন ৩৯০ ডিউকে আর কিছু পরিবর্তন আশা করা হচ্ছে না। পাওয়া যাবে একই ৩৯৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড-কুলড, DOHC ইঞ্জিন, যা ৪৬ পিএস শক্তি এবং ৩৯ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। সঙ্গে মিলবে ৬ স্পিড গিয়ার।
এছাড়াও, নতুন KTM 390 Duke একাধিক রাইডিং মোড অফার করবে – স্ট্রিট, রেইন এবং ট্র্যাক। দক্ষতা বজায় রাখার জন্য মিলবে ট্র্যাকশন কন্ট্রোল, কর্নারিং এবিএস, কুইকশিফটার এবং সুপার মোটো এবিএস। বাইকটি বর্তমানে প্রারম্ভিক মূল্য প্রায় ২.৯৫ লক্ষ টাকা। নতুন ভার্সন কত দামে লঞ্চ করে কেটিএম সেটাই এখন দেখার।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাশ্মীর অর্থাৎ POK অঞ্চল নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল…
This website uses cookies.