2025 KTM 390 Duke Launch: মাইলেজ বাড়াতে যুক্ত হচ্ছে বিশেষ ফিচার, KTM-এর বাইক এবার পছন্দ হবে সকলের | 2025 KTM 390 Duke Price

KTM ভারতে নতুন সংস্করণের বাইক হাজির করার দোরগোড়ায়। তরুণ রাইডারদের মধ্যে জনপ্রিয় 390 Duke মোটরসাইকেলটির 2025 ভার্সন শীঘ্রই লঞ্চ করতে চলেছে কোম্পানি। সম্প্রতি এক ডিলারশিপে বাইকটি ক্যামেরায় ধরা পড়েছে। এই বাইকে পাওয়া যাবে ক্রুজ কন্ট্রোল ফিচার, যা সাধারণত দামি স্পোর্টস বাইকে পেয়ে থাকেন ক্রেতারা। এছাড়াও একাধিক নতুন রঙের বিকল্প পাওয়া যাবে মোটরসাইকেলে।

2025 KTM 390 Duke: কী পরিবর্তন থাকছে

নতুন প্রজন্মের কেটিএম ৩৯০ ডিউক মডেলে একাধিক রংয়ের বিকল্পের সঙ্গে পাওয়া যাবে ক্রুজ কন্ট্রোল ফিচার। এই ক্রুজ কন্ট্রোল শহরাঞ্চলে ভ্রমণকারী রাইডারদের জন্য খুব বেশি তাৎপর্যপূর্ণ না হলেও, যাঁরা প্রায়শই লং ট্রিপে বা অফ-রোডিংয়ে যান তাঁদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এই ফিচার মাইলেজ বাড়াতে পারে, আরও ভালো জ্বালানি দক্ষতা প্রদান করার পাশাপাশি বাইকের নিয়ন্ত্রণ এবং ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করবে।

READ MORE:  Renault CNG Kits Launched: পয়লা বৈশাখের আগে চমক, ৭৫,০০০ টাকা বেশি খরচ করলেই পেয়ে যাবেন CNG গাড়ি | Renault CNG Kits

বাইকের নতুন মডেলে গান মেটাল ধূসর রংয়ের স্কিম যুক্ত হবে বলে শোনা যাচ্ছে। নতুন রঙের স্কিমে ম্যাট ধূসর এবং কালো ও কমলা রঙের কনট্রাস্ট টোনের মিশ্রণ থাকবে। এগুলি ছাড়া নতুন ৩৯০ ডিউকে আর কিছু পরিবর্তন আশা করা হচ্ছে না। পাওয়া যাবে একই ৩৯৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড-কুলড, DOHC ইঞ্জিন, যা ৪৬ পিএস শক্তি এবং ৩৯ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। সঙ্গে মিলবে ৬ স্পিড গিয়ার।

READ MORE:  Toyota bZ3x Electric SUV Booking: চীনে ঝড় তুলছে টয়োটার সবচেয়ে সস্তা ইলেকট্রিক গাড়ি, আসতে পারে এ দেশেও | Toyota bZ3x Electric SUV Price

এছাড়াও, নতুন KTM 390 Duke একাধিক রাইডিং মোড অফার করবে – স্ট্রিট, রেইন এবং ট্র্যাক। দক্ষতা বজায় রাখার জন্য মিলবে ট্র্যাকশন কন্ট্রোল, কর্নারিং এবিএস, কুইকশিফটার এবং সুপার মোটো এবিএস। বাইকটি বর্তমানে প্রারম্ভিক মূল্য প্রায় ২.৯৫ লক্ষ টাকা। নতুন ভার্সন কত দামে লঞ্চ করে কেটিএম সেটাই এখন দেখার।

READ MORE:  মাইলেজ শুনলে চক্ষু চড়কগাছ হয়ে যাবে! টাটা-মারুতির বুক কাঁপিয়ে ভারতে আসছে চাইনিজ গাড়ি
Scroll to Top