2025 Maruti Suzuki Dzire Tour S Launched: প্রায় 34 কিমি মাইলেজ! গাড়ি বাজারে ছড়ি ঘোরাতে এল নতুন Maruti Dzire Tour S | 2025 Maruti Suzuki Dzire Tour S Price

গত বছর যাত্রীবাহী গাড়ি ক্রেতাদের জন্য লঞ্চ হয়েছিল আপডেটেড Maruti Suzuki Dzire। এটি ছিল গাড়ির চতুর্থ প্রজন্মের মডেল। তবে ব্যক্তিগত মালিকানা ছাড়াও বাণিজ্যিক ক্ষেত্রে অ্যাপ ক্যাব হিসেবে ব্যবহৃত হয় এই গাড়ির Tour S সংস্করণ। গত বছর সেটি লঞ্চ না হলেও, এদিন বাজারে হাজির হল নতুন Maruti Suzuki Dzire Tour S। গাড়ির দাম ও বাকি বৈশিষ্ট্য আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেছে কোম্পানি।

READ MORE:  Maruti Suzuki e Vitara Price: ফুল চার্জে ৫০০ কিমি চলবে! মারুতির প্রথম ইলেকট্রিক গাড়ির দাম কত হবে জেনে নিন | Maruti Suzuki e Vitara Features

নতুন Maruti Dzire Tour S গাড়ির বৈশিষ্ট্য

মারুতি ডিজায়ার ট্যুর এস পেট্রল ছাড়াও সিএনজি ভেরিয়েন্টেও পাওয়া যাবে। ডিজাইনের দিক থেকে গাড়ির সামনে যে গ্রিল রয়েছে তাতে দেখা যাবে মারুতির লোগো এবং সামনে রয়েছে হ্যালোজেন হেডল্যাম্প। বাকি ডিজাইনে কোনও পরিবর্তন হয়নি। তবে ইন্টিরিয়রের ক্ষেত্রে ব্ল্যাক ডোর হ্যান্ডেল এবং বডি কালারের অ্যান্টিনা পাওয়া যাবে।

ইঞ্জিনের দিক দিয়ে গাড়িতে রয়েছে ১.২ লিটার তিন সিলিন্ডার ইঞ্জিন, যা সর্বোচ্চ ৮১ হর্সপাওয়ার এবং ১১২ এনএম টর্ক তৈরি করে। গাড়ির যে সিনজি মডেল রয়েছে তাতে সর্বোচ্চ ৬৯ হর্সপাওয়ার এবং ১০২ এনএম টর্ক উৎপন্ন হবে। গাড়ির পেট্রল মডেলের মাইলেজ ২৬.০৬ কিমি প্রতি লিটার এবং সিএনজি মডেলের মাইলেজ ৩৪.৩০ কিমি প্রতি কেজি।

READ MORE:  ভারতবর্ষের জন্য বড় মাইলফলক, মারুতি সুজুকির মেড ইন ইন্ডিয়া গাড়ি বিক্রি হচ্ছে জাপানে

এছাড়াও, ম্যানুয়াল এয়ার কন্ডিশনিং সিস্টেম, দুটি কাপ হোল্ডার-সহ একটি সেন্টার কনসোল, একটি ম্যানুয়াল গিয়ার শিফটার, চারটি দরজার জন্য পাওয়ার উইন্ডো, এবং অ্যাডজাস্টেবেল ফ্রন্ট হেডরেস্ট ফিচার্স রয়েছে নতুন মডেলে। নিরাপত্তার জন্য মজুত ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল (ESC), হিল্ড অ্যাসিস্ট, ছয়টি এয়ারব্যাগ এবং রিভার্স পার্কিং সেন্সর।

নতুন Maruti Dzire Tour S গাড়ির দাম

নতুন মারুতি ডিজায়ার ট্যুর এস গাড়ির পেট্রল মডেলের দাম ৬.৭৯ লাখ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে। অন্যদিকে, সিএনজি ভেরিয়ন্ট কিনতে ৭.৭৪ লাখ টাকা (এক্স-শোরুম) খরচ হবে।

READ MORE:  Ola Roadster X: স্কুটারের দামে দুর্দান্ত ইলেকট্রিক বাইক আনছে Ola, লঞ্চ পরশুদিন, ফুল চার্জে 200 কিমি রেঞ্জ | Ola Roadster X Launch Date

Scroll to Top