2025 Maruti Suzuki Dzire Tour S Launched: প্রায় 34 কিমি মাইলেজ! গাড়ি বাজারে ছড়ি ঘোরাতে এল নতুন Maruti Dzire Tour S | 2025 Maruti Suzuki Dzire Tour S Price
গত বছর যাত্রীবাহী গাড়ি ক্রেতাদের জন্য লঞ্চ হয়েছিল আপডেটেড Maruti Suzuki Dzire। এটি ছিল গাড়ির চতুর্থ প্রজন্মের মডেল। তবে ব্যক্তিগত মালিকানা ছাড়াও বাণিজ্যিক ক্ষেত্রে অ্যাপ ক্যাব হিসেবে ব্যবহৃত হয় এই গাড়ির Tour S সংস্করণ। গত বছর সেটি লঞ্চ না হলেও, এদিন বাজারে হাজির হল নতুন Maruti Suzuki Dzire Tour S। গাড়ির দাম ও বাকি বৈশিষ্ট্য আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেছে কোম্পানি।
মারুতি ডিজায়ার ট্যুর এস পেট্রল ছাড়াও সিএনজি ভেরিয়েন্টেও পাওয়া যাবে। ডিজাইনের দিক থেকে গাড়ির সামনে যে গ্রিল রয়েছে তাতে দেখা যাবে মারুতির লোগো এবং সামনে রয়েছে হ্যালোজেন হেডল্যাম্প। বাকি ডিজাইনে কোনও পরিবর্তন হয়নি। তবে ইন্টিরিয়রের ক্ষেত্রে ব্ল্যাক ডোর হ্যান্ডেল এবং বডি কালারের অ্যান্টিনা পাওয়া যাবে।
ইঞ্জিনের দিক দিয়ে গাড়িতে রয়েছে ১.২ লিটার তিন সিলিন্ডার ইঞ্জিন, যা সর্বোচ্চ ৮১ হর্সপাওয়ার এবং ১১২ এনএম টর্ক তৈরি করে। গাড়ির যে সিনজি মডেল রয়েছে তাতে সর্বোচ্চ ৬৯ হর্সপাওয়ার এবং ১০২ এনএম টর্ক উৎপন্ন হবে। গাড়ির পেট্রল মডেলের মাইলেজ ২৬.০৬ কিমি প্রতি লিটার এবং সিএনজি মডেলের মাইলেজ ৩৪.৩০ কিমি প্রতি কেজি।
এছাড়াও, ম্যানুয়াল এয়ার কন্ডিশনিং সিস্টেম, দুটি কাপ হোল্ডার-সহ একটি সেন্টার কনসোল, একটি ম্যানুয়াল গিয়ার শিফটার, চারটি দরজার জন্য পাওয়ার উইন্ডো, এবং অ্যাডজাস্টেবেল ফ্রন্ট হেডরেস্ট ফিচার্স রয়েছে নতুন মডেলে। নিরাপত্তার জন্য মজুত ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল (ESC), হিল্ড অ্যাসিস্ট, ছয়টি এয়ারব্যাগ এবং রিভার্স পার্কিং সেন্সর।
নতুন মারুতি ডিজায়ার ট্যুর এস গাড়ির পেট্রল মডেলের দাম ৬.৭৯ লাখ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে। অন্যদিকে, সিএনজি ভেরিয়ন্ট কিনতে ৭.৭৪ লাখ টাকা (এক্স-শোরুম) খরচ হবে।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ২০ই মার্চ, বৃহস্পতিবার। লক্ষ্মীবারে কেমন থাকবে আপনার ভাগ্য? তা জানতে অবশ্যই…
প্রত্যাশা মতোই গুগল আজ ভারত এবং বিশ্ব বাজারে তাদের নতুন পিক্সেল ফোন, Google Pixel 9a…
এখনকার স্মার্টফোনগুলি পারফরম্যান্স কেন্দ্রিক হলেও ভারী কোনো কাজ করার সময় বা গেম খেলার সময় সেগুলি…
গরম পড়তেই হু হু করে বিক্রি হচ্ছে এসি। আপনিও যদি এই সময় নতুন এসি কিনতে…
ট্রেনে ভ্রমণের জন্য টিকিট নিশ্চিত করা এখন বেশ কঠিন হয়ে উঠেছে, বিশেষ করে যদি পরিকল্পনা…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: মহাকাশে হিরের ছড়াছড়ি! যেন আলোকোজ্জ্বল হিরের পাহাড়! তার বহিরঙ্গ ও অন্তরঙ্গ দুইই…
This website uses cookies.