2025 Suzuki Avenis 125 OBD-2B Launched: যেমন নজরকাড়া স্টাইল তেমন সেরা ফিচার্স, বাজার কাঁপাতে নয়া স্কুটার লঞ্চ করল Suzuki | 2025 Suzuki Avenis 125 Specification
Suzuki Avenis 125 স্কুটারের OBD-2B ভার্সন ভারতে লঞ্চ হল। নতুন সংস্করণে নজরকাড়া কালার স্কিম যোগ করা হয়েছে।
Suzuki Avenis 125 একটি স্পোর্টি ও স্টাইলিস স্কুটার হিসাবে পরিচিত। মূলত TVS Ntorq-কে টেক্কা দিতেই মডেলটি ভারতে এনেছিল সুজুকি। এবার স্কুটারটির নতুন সংস্করণ লঞ্চ করল জাপানি সংস্থাটি। নতুন ভার্সনে অন-বোর্ড ডায়াগনস্টিক ফেজ-টু বা OBD-2B বৈশিষ্ট্য যোগ করা হয়েছে। এটি এমন একটি সিস্টেম যা গাড়ির ইঞ্জিন এবং নির্গমন নিয়ন্ত্রণ ব্যবস্থা পর্যবেক্ষণ করে। আপডেটের অংশ হিসেবে, স্কুটারটি নতুন রঙে পাওয়া যাচ্ছে।
2025 Suzuki Avenis 125 স্ট্যান্ডার্ড এবং স্পেশাল এডিশনে উপলব্ধ। প্রথম মডেলের দাম ৯৩,২০০ টাকা, যেখানে স্পেশাল এডিশন ভেরিয়েন্টের মূল্য ৯৪,০০০ টাকা (প্রতিটি এক্স-শোরুম)। স্ট্যান্ডার্ড মডেলটি চারটি রঙে পাওয়া যাবে – গ্লসি স্পার্কল ব্ল্যাক / পার্ল মিরা রেড, গ্লসি স্পার্কল ব্ল্যাক / পার্ল গ্লেসিয়ার হোয়াইট, চ্যাম্পিয়ন ইয়েলো নং ২ / গ্লসি স্পার্কল ব্ল্যাক এবং গ্লসি স্পার্কল ব্ল্যাক।
অন্যদিকে, স্পেশাল এডিশন সিঙ্গেল মেটালিক ম্যাট ব্ল্যাক নং ২ / ম্যাট টাইটানিয়াম সিলভার রঙের মধ্যে বেছে নেওয়া যাবে। আগের মতোই সুজুকি অ্যাভেনিস ১২৫ একটি ১২৪.৩ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিনে ছুটবে। এটি ৬,৭৫০ আরপিএমে ৮.৫ হর্সপাওয়ার শক্তি ও ৫,৫০০ আরপিএমে ১০ এনএম টর্ক উৎপন্ন করে। সিভিটি গিয়ারবক্স সহ ১২ ইঞ্চি চাকা পাওয়া যাবে।
সুজুকি অ্যাভেনিসে সাসপেনশনের জন্য সামনের দিকে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে মনোশক রয়েছে। ব্রেকিং এর জন্য ডিস্ক-ড্রাম ব্রেক মিলবে। উল্লেখযোগ্য ফিচার্সের কথা বললে, এই স্কুটারে ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে, যা ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোন কানেক্টিভিটি সমর্থন করে।
সুজুকি রাইডার কানেক্ট অ্যাপের সঙ্গে মোবাইল কানেক্ট করে নিলে ডিসপ্লেতে টার্ন বাই টার্ন নেভিগেশন, এসএমএস, হোয়াটআপ, ও কল এলার্ট পাওয়া যাবে। এছাড়া, এলইডি হেডল্যাম্প, টেলল্যাম্প, সাইলেন্ট স্টার্টার, ইউএসবি চার্জিং পোর্ট, কিল সুইচ, ও ২১.৮ লিটারের আন্ডারসিট স্টোরেজ অফার করে সুজুকির এই স্কুটার।
বাজেট ফ্রেন্ডলি রিচার্জ প্ল্যান এনে জনপ্রিয়তা লাভ করেছে BSNL। কম দামে দীর্ঘ মেয়াদের একাধিক রিচার্জ…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩১শে মার্চ, সোমবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Samsung আনতে চলেছে নতুন প্রযুক্তির ফোল্ডেবল স্মার্টফোন, যা ৩৬০ ডিগ্রি ফোল্ড করা যাবে বলে দাবি…
গত কয়েকবছরে স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটিতে পরিবর্তন এসেছে। এখন ৫০০০ এমএএইচ এর পরিবর্তে ফোনে আরও বড়…
সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ডিএ মামলা (DA Case) নিয়ে বিতর্ক এখন…
নতুন অর্থবছর শুরুর আগেই ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) এক গুরুত্বপূর্ণ ঘোষণা করে ফেলল, যা সমস্ত…
This website uses cookies.