লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

2025 TVS Ronin Launched: TVS Ronin ক্রুজার বাইকের নতুন সংস্করণ বাজারে এল, পাবেন ডুয়াল চ্যানেল এবিএস | 2025 TVS Ronin Price

Published on:

MotoSoul 2024 অনুষ্ঠানে উন্মোচনের দুই মাসের বেশি সময় পেরিয়ে যাওয়ার পর, TVS অবশেষে ভারতে 2025 Ronin লঞ্চ করেছে। এই ক্রুজার বাইকের নতুন সংস্করণের দাম ১.৩৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। আপডেটেড ভার্সনে নতুন রঙ ও মিড-স্পেক ভেরিয়েন্ট থেকেই ডুয়াল চ্যানেল ABS পাওয়া যাচ্ছে, যার দাম এখন ১.৫৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এছাড়া, আর কোনও পরিবর্তন আসেনি।

2025 TVS Ronin: ডিজাইন এবং ফিচার্স

ডিজাইনের নিরিখে, টিভিএস রনিন অপরিবর্তিত থেকে গিয়েছে। যদিও বাইকটি এখন গ্লেসিয়ার সিলভার ও চারকোল এম্বার নামে দুটি নতুন রঙের বিকল্পে পাওয়া যাবে। এগুলি পূর্বের ডেল্টা ব্লু এবং স্টারগেজ ব্ল্যাক কালার স্কিমেকে প্রতিস্থাপন করেছে। নিও-রেট্রো স্টাইল রনিনের অন্যতম আকর্ষণ। আগের মতোই, ফিচার্সের মধ্যে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি সহ গোল এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, অ্যাডজাস্টেবল লিভার, স্লিপার ক্লাচ, কল/এসএমএস এলার্ট।

READ MORE:  Toyota C-HR+ Electric SUV: এক চার্জে কলকাতা টু জলপাইগুড়ি! চমকে দিয়ে হাজির টয়োটার নতুন ইলেকট্রিক গাড়ি | Toyota C-HR+ Electric SUV Launch Date

মিড-স্পেক রনিন ডিএস মডেলে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে। এটি এখন ডুয়াল-চ্যানেল এবিএস সহ পাওয়া যাবে। যেখানে এতদিন ডুয়াল-চ্যানেল এবিএস যুক্ত একমাত্র ভেরিয়েন্ট ছিল টপ-স্পেক রনিন টিডি। অন্য দুটি ভেরিয়েন্ট সিঙ্গেল-চ্যানেল এবিএস দিয়ে সজ্জিত। আপডেটেড ভার্সন লঞ্চের পর, রনিনের ডিএস এবং টিডি ভেরিয়েন্টের মধ্যে একমাত্র পার্থক্য হল অ্যাডজাস্টেবল লিভার ও কানেক্ট ফিচার্স।

READ MORE:  এই বাইকের প্রেমে হাবুডাবু খাচ্ছে তরুণ প্রজন্ম, দুর্দান্ত লুকস, অনবদ্য মাইলেজ, দামও সাধ্যের মধ্যে

2025 TVS Ronin ইঞ্জিন স্পেসিফিকেশন

পূর্ববর্তী মডেলের মতো, ২০২৫ টিভিএস রনিন একটি ২২৫.৯ সিসি সিঙ্গেল-সিলিন্ডার অয়েল-কুলড ইঞ্জিনে দৌড়য়, যা ২০.১ এইচপি শক্তি এবং ১৯.৯৩ এনএম পিক টর্ক উৎপন্ন করার জন্য টিউন করা হয়েছে। ৫ স্পিড ট্রান্সমিশনের মাধ্যমে পিছনের চাকায় শক্তি স্থানান্তরিত হয়। ইঞ্জিনের সঙ্গে স্লিপ-অ্যাসিস্ট ক্লাচ উপলব্ধ।

টিভিএস মোটর কোম্পানির প্রিমিয়াম বিজনেসের প্রধান বিমল সুম্বলি বলেন, “টিভিএস রনিন দেশে আধুনিক-রেট্রো মোটরসাইকেল চালানোর নতুন সংজ্ঞা দিয়েছে। ২০২৫ সংস্করণের মাধ্যমে, আমরা আপগ্রেড করা সুরক্ষা বৈশিষ্ট্যগুলির সাথে আকর্ষণীয় রঙের একটি নতুন প্যাকেজ আনতে পেরে আমরা উত্তেজিত। টিভিএস রনিনের যাত্রার পরবর্তী অধ্যায়টি উপভোগ করার সময় রাইডারদের উৎসাহী প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি।”

READ MORE:  ইলেকট্রিক স্কুটার কিনতে যুবক-যুবতীদের ২০ হাজার টাকা দেওয়ার ঘোষণা করল এই রাজ্য | Tamil Nadu To Subsidise E-Scooter Purchases

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.