সেরা সেলফি ক্যামেরা ও কার্ভড ডিসপ্লের ফোন খোঁজ করলে, আমরা আপনার জন্য তিনটি চমৎকার বিকল্পের সন্ধান নিয়ে চলে এসেছি। এই স্মার্টফোনগুলি ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ এসেছে। এই ডিভাইসগুলিতে অসাধারণ কার্ভড ডিসপ্লে-ও আছে। পাশাপাশি আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। আর এদের দাম ২০ হাজার টাকার কম।
Motorola Edge 50 Fusion
মোটোরোলার এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টে ১৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ডিভাইসের পিছনে LED ফ্ল্যাশসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং সামনে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। এতে ৬.৭ ইঞ্চি ফুল HD+ কার্ভড ডিসপ্লে উপস্থিত। এটি pOLED ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন অফার করে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি।
Realme P2 Pro 5G
রিয়েলমির এই স্মার্টফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ অমাজন ইন্ডিয়ায় ১৭,৮৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এতে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস কার্ভড AMOLED ডিসপ্লে। এর প্রাইমারি রিয়ার ক্যামেরা ৫০ মেগাপিক্সেল। এতে স্ন্যাপড্রাগন ৭স জেন ২ প্রসেসর ও ৫২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Motorola G85 5G
মোটোরোলা জি৮৫ ৫জি এর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম অ্যামাজনে ১৭,৬৪০ টাকা। এই ফোনে ৬.৭ ইঞ্চির ৩ডি কার্ভড pOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিভাইসে ৫০ মেগাপিক্সেল OIS প্রাইমারি রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য আছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।