Realme 14 সিরিজের অধীনে একের পর এক বাজারে আসছে। ইতিমধ্যেই এই সিরিজের আওতায় Realme 14 5G, Realme 14 Pro, Realme 14x এবং Realme 14 Pro Lite ফোনগুলি লঞ্চ হয়েছে। এখন আবার Realme 14T নামে এই সিরিজের নতুন একটি স্মার্টফোনের উপর কাজ শুরু করেছে ব্র্যান্ডটি। এর ডিজাইন ও বিশেষ বিশেষ স্পেসিফিকেশন ইতিমধ্যেই জানা গেছে। এছাড়া এটি Geekbench বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। এখান থেকে কি কি তথ্য প্রকাশ্যে এল আসুন দেখে নেওয়া যাক।
Realme 14T ফোনকে দেখা গেল Geekbench সাইটে
রিয়েলমি ১৪টি ডিভাইসটি বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে RMX5078 মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। বিভিন্ন সার্টিফিকেশন সাইট এর আগেই নিশ্চিত করেছে যে, মডেল নম্বরটি রিয়েলমি ১৪টি এর জন্য ব্যবহার করা হয়েছে। গিকবেঞ্চ থেকে জানা গেছে যে, এতে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম সহ ৮ জিবি র্যাম পাওয়া যাবে।
আবার এই স্মার্টফোনটি মালি জি-৫৭ এমসি২ জিপিইউ ও মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর সহ আসবে। গিকবেঞ্চে রিয়েলমি ১৪টি সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে ৭৮৪ এবং ২০১৬ স্কোর করেছে।
Realme 14T সম্পর্কে আপাতত কি কি তথ্য জানা গেছে
ডিসপ্লে: Realme 14T ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৩৪০X১০৮০ পিক্সেল রেজোলিউশন সহ ৬.৬৭-ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকতে পারে।
ক্যামেরা: হ্যান্ডসেটটির পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স থাকতে পারে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য সামনে ১৬ মেগাপিক্সেল / ৩২ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যেতে পারে।
ব্যাটারি: এই রিয়েলমি ফোনে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫০৮০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।
অন্যান্য: এতে আইপি৬৮/আইপি৬৯ রেটিং, ৫জি, ডুয়েল সিম, এনএফসি এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যেতে পারে।