লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

500 Rs Note: সম্পূর্ণ অবৈধ ৫০০ টাকার এই নোট, জারি চূড়ান্ত সতর্কতা! আপনার কাছে আছে? | Fake 500 Rs Note

Published on:

সহেলি মিত্র, কলকাতা: আপনার কাছেও কি ৫০০ টাকার নোট (500 Rs Note) আছে? তাহলে এখুনি সাবধান হয়ে যান। একটু এদিক ওদিক হলে আপনি কিন্তু বড় বিপদে পড়তে পারেন। কারণ এবার এই ৫০০ টাকার নোট নিয়ে আরবিথেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সাবধানবাণী দেওয়া হল। সরকারের ঘর থেকে জানানো হয়েছে যে বাজারে বেশ কিছু নকল ৫০০ টাকার নোট ঘোরাফেরা করছে। আর এই নকল নোট থেকেই সকলকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

নকল ৫০০ টাকার নোট নিয়ে সতর্কতা জারি

প্রকৃতপক্ষে, স্বরাষ্ট্র মন্ত্রক বাজারে ইতিমধ্যেই প্রচলিত নতুন ৫০০ টাকার জাল নোট সম্পর্কে হাই অ্যালার্ট জারি করেছে। রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (DRI), আর্থিক গোয়েন্দা ইউনিট (FIU), কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (CBI), জাতীয় তদন্ত সংস্থা (NIA), সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আর্থিক ও নিয়ন্ত্রক সংস্থাগুলিকে এই সতর্কতা জারি করা হয়েছে। এটি এই জাল নোট এবং আসল নোটের মধ্যে মিল সম্পর্কেও সতর্ক করেছে বলে খবর।

READ MORE:  Foreclosure Charge: ব্যাঙ্ক থেকে লোন নিয়ে আর পড়তে হবে না চাপে, বিরাট বদল আনছে RBI | Foreclosure Charge May Not Be Take By Bank

জাল নোট সম্পর্কিত সুরক্ষা বিজ্ঞপ্তিটি SEBI, DRI, CBI এবং NIA সহ একাধিক সংস্থার সঙ্গে মূলত ভাগ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, জাল নোটগুলি মুদ্রণ এবং গুণমান উভয় দিক থেকেই আসল নোটের সঙ্গে অনেকটাই মিল। এর ফলে এজেন্সিগুলির পক্ষে জাল নোট শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। তবে যেভাবেই হোক, বাজারে থাকা নকল নোটগুলিকে শনাক্ত ও উদ্ধার করে আনার নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। এদিকে কেন্দ্রের এহেন সতর্কবার্তার পরেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন সাধারণ মানুষ। ভাবছেন, তাঁদের কাছেও নকল নোট নেই তো?


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

কীভাবে শনাক্ত করবেন জাল নোট?

তবে চিন্তা নেই, আজকের এই প্রতিবেদনে আপনাদের জানানো হবে, কীভাবে আপনিও খুব সহজেই জাল নোট শনাক্ত করতে সক্ষম হবেন। এক রিপোর্ট অনুসারে, যে কালির রঙ এবং অক্ষরের আকারের দিক থেকে জাল নোটগুলি আসল মুদ্রার সঙ্গে খুব মিল। পার্থক্য শুধু এই যে, নোটগুলিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বানানে ‘e’ –এর পরিবর্তে ‘a’ লেখা রয়েছে। জাল নোটগুলিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বানান রয়েছে ‘Resarve Bank of India’ । বানানে এই ভুলটিই স্পষ্ট ইঙ্গিত করে যে নোটটি জাল ও সম্পূর্ণভাবে অবৈধ।

READ MORE:  IndusInd Bank Crisis: ভরাডুবির মধ্যেই ১১০০০ কোটির সম্পত্তি বিক্রি! কী করতে চলছে IndusInd ব্যাঙ্ক? | IndusInd Bank Sell 11000 Crore CDs

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.