50+50+50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সহ বাজার কাঁপাতে আসছে Oppo Find X8 Mini

মিড-রেঞ্জ থেকে শুরু করে প্রিমিয়াম, বর্তমানে একঝাঁক নতুন স্মার্টফোনের উপর কাজ করছে Oppo। তবে, সংস্থা কিছু না বললেও সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে মার্চে ফ্ল্যাগশিপ Oppo Find সিরিজের দুই নয়া মডেল চীনে লঞ্চ হবে। যার মধ্যে রয়েছে Find X8 Ultra এবং আরও কমপ্যাক্ট ভার্সন, Find X8 Mini। একটি সূত্র থেকে এখন মিনি ভ্যারিয়েন্টের ক্যামেরা স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।

READ MORE:  ২০০ মেগাপিক্সেল ক্যামেরার Xiaomi 15 Ultra সহ iQOO Neo 10R, আজ লঞ্চ হচ্ছে এই তিনটি দুর্ধর্ষ ফিচারের ফোন

জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি অনুসারে, Find X8 Mini-তে ট্রিপল-ক্যামেরা থাকবে। যার মধ্যে প্রাইমারি ক্যামেরা হিসাবে ব্যবহার হবে ১/১.৫৬-ইঞ্চি ফরম্যাটের একটি ৫০ মেগাপিক্সেল সেন্সর, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট করবে। কম আলোয় ভাল ছবি তোলার জন্য এফ/১.৮ অ্যাপারচার থাকবে।

এছাড়া, Oppo Find X8 Mini-র বাকি দুই ক্যামেরার মধ্যে একটি হল ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং অন্যটি ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, যা ০.৬x থেকে ৭x পর্যন্ত ফোকাল রেঞ্জ এবং এফ/২.৮ অ্যাপারচার সহ ৩.৫x ম্যাগনিফিকেশন অফার করবে।

READ MORE:  Realme P3 5G Features: Realme P3 ও P3 Ultra লঞ্চ হচ্ছে 19 মার্চ, 6000mAh ব্যাটারি সহ থাকবে সেরা ফিচার্স | Realme P3 Ultra India Launch Date March 19

ওপ্পো ফাইন্ড এক্স৮ মিনি একটি কম্প্যাক্ট প্রিমিয়াম ডিভাইস হতে চলেছে। ৬.৩ ইঞ্চি এলটিপিও ওলেড প্যানেল থাকবে এতে, যার ডিজাইন ফ্ল্যাট এবং খুব পাতলা বেজেল দ্বারা বেষ্টিত হবে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১.৫কে রেজোলিউশন (২৬৪০x১২১৬ পিক্সেল) সাপোর্ট করবে। ফোনটিতে মেটাল ফ্রেম ও গ্লাস ব্যাক প্যানেল মিলবে।

ফাইন্ড এক্স৮ মিনি ডাইমেনসিটি ৯৪০০ চিপসেট সহ আসবে, যা এক্স৮ সিরিজের হাই-এন্ড মডেলগুলির সমতুল্য পারফরম্যান্স নিশ্চিত করে। এছাড়াও, এনএফসি সাপোর্ট, ইনফ্রারেড রিমোট কন্ট্রোল, ডুয়াল স্পিকার, এক্স অ্যাক্সিস লিনিয়ার হ্যাপটিক মোটর, অ্যান্ড্রয়েড ১৫ নির্ভর কালারওএস ১৫, ও অ্যালার্ট স্লাইডার বাটন থাকবে বলে আশা করা হচ্ছে।

READ MORE:  Oppo Reno 13 5G Sky Blue Launched: হোলিতে চোখ জুড়ানো নতুন রঙে পাওয়া যাবে Oppo Reno 13 5G স্মার্টফোন, রয়েছে ৫১২ জিবি স্টোরেজ | Oppo Reno 13 5G Sky Blue Colour Variant Price

Scroll to Top