লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

50MP টেলিফটো ক্যামেরা থেকে AMOLED ডিসপ্লে, Nothing-এর নতুন বাজেট ফোনে গুচ্ছের চমক

Published on:

লন্ডন ভিত্তিক স্মার্টফোন ব্র্যান্ড নাথিং আগামী ৪ মার্চ একটি লঞ্চ ইভেন্ট রেখেছে। তবে সেখানে কোন ফোন প্রকাশ হবে সেই বিষয়ে সংস্থা কিছু জানায়নি। প্রথমে Nothing Phone 3 রিলিজ হবে বলে জল্পনা চলছিল। কিন্তু লেটেস্ট রিপোর্ট বলছে, Nothing Phone 3a ও Nothing Phone (3a) Plus মার্চে বাজারে আসবে। এখন প্রথম মডেলটির অনেক স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে।

READ MORE:  Oppo F27 5G Discount: তাগড়া ডিল, ৭ হাজার টাকা পর্যন্ত সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরার Oppo F27 5G স্মার্টফোন | Oppo F27 5G 50 Megapixel Camera

পুরনো রিপোর্টের সঙ্গে সামঞ্জস্য রেখে এক সূত্রের তরফে জানানো হয়েছে যে, Nothing Phone (3a) টেলিফটো ক্যামেরা ও Qualcomm Snapdragon 7 Gen 3 চিপসেটের সঙ্গে আসবে। তবে এটি Phone (2a)-এর ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরাকে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা দিয়ে প্রতিস্থাপন করবে, যা একটি বড় ডাউনগ্রেড।

Nothing Phone (3a) মডেলে ১২০ হার্টজ রিফ্রেশ ফুল-এইচডি রেজোলিউশন সহ ৬.৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে। ফোনে ৫০ মেগাপিক্সেলের একটি ২x টেলিফটো ক্যামেরা যুক্ত করা হবে। এটি অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন বা ওআইএস (OIS) ছাড়াই আসবে বলে অনুমান করা হচ্ছে। ফোনটির অন্যান্য ক্যামেরা কেমন হবে সেই বিষয়ে বিস্তারিত কোনও তথ্য আসেনি।

READ MORE:  বাজারে ঝড় তুলতে 26 ফেব্রুয়ারি লঞ্চ হচ্ছে Xiaomi 15 Ultra, থাকবে 200MP ক্যামেরা

এছাড়া, পূর্বসূরীর মতো Phone (3a) একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অফার করবে। পাওয়ার ব্যাকআপের জন্য পাওয়া যাবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এটি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এনএফসি ও Android 15 নির্ভর Nothing OS 3.1 কাস্টম স্কিন থাকবে। ফোনের পিছনে সংস্থার সিগনেচার গ্লাইফ লাইট দেখা যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Realme GT 7T Feature: মিড রেঞ্জে আগুন ঝরাবে Realme GT 7T, ৮ জিবি র‌্যাম সহ থাকবে NFC সাপোর্ট | Realme GT 7T NFC Support Launch Soon
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.