50MP Camera Smartphone: টিকটক, রিলস ভিডিও বানানোর জন্য সেরা, ৫০ এমপি সেলফি ক্যামেরার Vivo V40e 5G ফোনে বাম্পার ছাড় | Vivo V40e 5G Price in India

ভিভোর ভি সিরিজ বাজারে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে। দুর্দান্ত ক্যামেরা, শক্তিশালী প্রসেসর ও বড় ব্যাটারি এই সিরিজের ডিভাইসগুলির ইউএসপি। তাই আপনি যদি একটি অলরাউন্ডার‌ ফোন কিনতে চান তাহলে এই সিরিজের যেকোনো একটি হ্যান্ডসেট বেছে নিতে পারেন। আর এই মুহূর্তে এই সিরিজের Vivo V40e 5G স্মার্টফোনটি কম দামে পাওয়া যাচ্ছে। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট এই ডিভাইসের উপর ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ও ব্যাঙ্ক অফার দিচ্ছে। আসুন অফারের পর এটি কত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।

READ MORE:  7,000mah ব্যাটারি সহ পাওয়ারফুল ফোন আনছে OnePlus, ফিচার্সে থাকবে বড় চমক

Vivo V40e 5G এর দাম ফ্লিপকার্ট সেলে অফার

ভিভো ভি৪০ই ৫জি স্মার্টফোনের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা। তবে এটি এখন ফ্লিপকার্টে ২০ শতাংশ ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। এরপর ডিভাইসটি ২৬,৯৯৯ টাকায় কেনা যাচ্ছে। এর সাথে আছে ব্যাঙ্ক অফার।

যেকোনো ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে ১,৫০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা পাবেন ২,০০০ টাকার বেশি ক্যাশব্যাক। ফোনটি নো কস্ট ইএমআইতেও কেনা যাবে। এছাড়াও রয়েছে দুর্দান্ত এক্সচেঞ্জ অফার।

READ MORE:  HTC Wildfire E5 Plus Launched: নতুন স্মার্টফোন নিয়ে কামব্যাক করল HTC, জলের দরে বিশাল স্ক্রিন ও 50MP ক্যামেরা | HTC Wildfire E5 Plus Price

Vivo V40e 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো ভি৪০ই ৫জি স্মার্টফোনে ৬.৭৭ ইঞ্চি 3D কার্ভড ডিসপ্লে দেওয়া হয়েছে। স্ক্রিনটির রেজোলিউশন ২৩৯২ × ১০৮০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এই হ্যান্ডসেটে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ভিভো ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৪ কাস্টম স্কিনে চলে।

READ MORE:  নতুন ক্যামেরা ডিজাইন সহ নজরকাড়বে Google Pixel 9a, থাকবে লেটেস্ট অ্যান্ড্রয়েড ওএস | Google Pixel 9a Specification

Vivo V40e 5G এর ব্যাক প্যানেলে ফটোগ্রাফির জন্য ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল ওআইএস সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Scroll to Top