6500mAh ব্যাটারি সহ বাজারে এন্ট্রি নিচ্ছে Vivo Y29 4G ও Vivo Y39 5G, জল লাগলেও নষ্ট হবে না

ভিভো শীঘ্রই নতুন দুটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই দুই ডিভাইস হল Vivo Y29 4G এবং Vivo Y39 5G। ইতিমধ্যেই ফোন। দুটি বিভিন্ন সার্টিফিকেশন প্ল্যাটফর্ম এবং ডেটাবেসে উপস্থিত হয়েছে। ফলে বলা যায় এগুলি শীঘ্রই বাজারে আসবে। এখন আবার এক্স প্ল্যাটফর্মে জনপ্রিয় এক টিপস্টার এদের স্পেসিফিকেশন শেয়ার করেছে। আসুন Vivo Y29 4G ও Vivo Y39 5G সম্পর্কে আপাতত কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Vivo Y29 4G ও Vivo Y39 5G এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টার পারস গুগলানি‌ বলেছে, ভিভো ওয়াই২৯ ৪জি এবং ভিভো ওয়াই৩৯ ৫জি স্মার্টফোনে প্রায় একই স্পেসিফিকেশন থাকবে। উভয়েরই ফোনের ব্যাক প্যানেল যথাক্রমে ওশান ওয়েভ প্যাটার্ন এবং ডায়মন্ড প্যাটার্ন ক্যামেরা মডিউল থাকবে। উভয় হ্যান্ডসেটে ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি দেওয়া হবে, যা ৫ বছরের ব্যাটারি হেলথ (ব্যাটারি ক্ষমতার ৮০% বা তার বেশি) এবং ৭৩ ঘন্টা মিউজিক প্লেব্যাক সময় সরবরাহ করে। দুটি ফোনই ৪৪ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে।

READ MORE:  Vivo V50: ভ্যালেন্টাইন্স ডে'র পরেই দেশে আসছে Vivo V50 স্মার্টফোন, 50MP সেলফি ক্যামেরা সহ ভরপুর চমক | Vivo V50 India Launch Date

টিপস্টার আরও বলেছেন যে, ভিভো ওয়াই২৯ ৪জি এবং ভিভো ওয়াই৩৯ ৫জি এর বিল্ড কোয়ালিটির ওপরও জোর দেওয়া হয়েছে। হ্যান্ডসেট দুটি অ্যান্টি-ড্রপ রক সলিড বডি এবং শিল্ড গ্লাস (শট গ্লাস) সহ আসবে। হ্যান্ডসেট দুটি এসজিএস ফাইভ স্টার ড্রপ টেস্ট সার্টিফায়েড এবং ২৫০০ বার স্ক্র্যাচ টেস্টে উত্তীর্ণ হয়েছে। উভয়ই ধুলো এবং জল প্রতিরোধী হওয়ার জন্য আইপি৬৪ রেটিং নিয়ে আসবে।

READ MORE:  Vivo T4x 5G Launched: সস্তায় 6,500mAh ব্যাটারি ও AI ক্যামেরার ফোন লঞ্চ করে দেশবাসীর মন জিতল Vivo | Vivo T4x 5G Price India

উভয় স্মার্টফোনে থাকবে ৬.৬৮ ইঞ্চি আই প্রোটেকশন ডিসপ্লে, যা ১০০০ নিটস ব্রাইটনেস এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এগুলিতে ৪০০% অডিও বুস্টার সহ ডুয়াল স্পিকার সিস্টেম থাকবে।

কালারের কথা বললে, ফোন দুটি বিভিন্ন কালারে আসবে। Vivo Y29 4G বাদামী এবং সাদা রঙে পাওয়া যাবে, অন্যদিকে Vivo Y39 5G বেগুনি এবং নীল রঙে আসবে।

READ MORE:  Poco F7 Ultra Geekbebch: পারফরম্যান্স চমকে দেবে, দুর্ধর্ষ প্রসেসর ও 16 জিবি র‍্যামের সেরা ফোন আনছে Poco | Poco F7 Ultra Launch Date

Scroll to Top