সহেলি মিত্র, কলকাতা: নতুন করে লটারি লাগল কয়েক লক্ষ সরকারি কর্মীর। ফের একবার মহার্ঘ্য ভাতা বা ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ষষ্ঠ ও সপ্তম বেতন পে কমিশনের আওতায় এই DA বৃদ্ধি করা হয়েছে বলে খবর। এমনিতে কেন্দ্রীয় সরকার সম্প্রতি ২ শতাংশ ডিএ বৃদ্ধি করেছিল। এরপর কেন্দ্রের দেখাদেখি আরও বেশ কিছু রাজ্য নিজেদের কর্মীদের মহার্ঘ্য ভাতা বাড়িয়েছে। এবার সেই একই পথে হাটল আরও এক রাজ্য। আর সেই রাজ্য হল গুজরাট। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
২% DA বৃদ্ধি করল সরকার
গুজরাট সরকার সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা ২ শতাংশ বৃদ্ধি করেছে। মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর ঘোষণা করা হয় যে ষষ্ঠ এবং সপ্তম বেতন কমিশনের সুবিধা গ্রহণকারী রাজ্য সরকারি কর্মচারীদের ১ জানুয়ারি, ২০২৫ থেকে কেন্দ্রীয় ভিত্তিতে মহার্ঘ্য ভাতা বৃদ্ধির সুবিধা দেওয়া হবে।
সিএম ভূপেন্দ্র প্যাটেলের পোস্ট অনুসারে, সপ্তম বেতন কমিশনের সুবিধাভোগী কর্মচারীদের মহার্ঘ্য ভাতা ২ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। রাজ্য সরকারের ষষ্ঠ বেতন কমিশনের সুবিধাভোগী কর্মচারীদের মহার্ঘ্য ভাতা ৬ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। ১ জানুয়ার ২০২৫ থেকে ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত ৩ মাসের জন্য মহার্ঘ্য ভাতার পার্থক্যের পরিমাণ ২০২৫ সালের এপ্রিল মাসের বেতনের সাথে এক কিস্তিতে পরিশোধ করা হবে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
ব্যাঙ্কে ঢুকবে অতিরিক্ত টাকা
সরকারের এহেন সিদ্ধান্তের জেরে আগামী দিনে ব্যাঙ্কে মোটা টাকা ঢুকবে সরকারি কর্মীদের। এই মহার্ঘ্য ভাতা বৃদ্ধির সুবিধা রাজ্য সরকারের মোট ৪.৭৮ লক্ষ কর্মযোগী, পঞ্চায়েত সেবা এবং অন্যান্য এবং প্রায় ৪.৮১ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারী অর্থাৎ পেনশনভোগী পাবেন। রাজ্য সরকার এই বকেয়া বেতনের জন্য কর্মচারীদের মোট ২৩৫ কোটি টাকা দেবে এবং বেতন ভাতা-পেনশনের জন্য বার্ষিক অতিরিক্ত ৯৪৬ কোটি টাকা প্রদান করা হবে।গুজরাট সরকার তিন মাসের বকেয়া বেতন হিসেবে কর্মচারীদের ৯৪৬ কোটি টাকা দেবে।
રાજ્ય મંત્રીમંડળની બેઠકમાં રાજ્ય સરકારના કર્મચારીઓના વ્યાપક હિતમાં એક મહત્ત્વપૂર્ણ નિર્ણય કરીને છઠ્ઠા તેમજ સાતમા પગાર પંચનો લાભ મેળવતા રાજ્ય સરકારના કર્મચારીઓને કેન્દ્રના ધોરણે મોંઘવારી ભથ્થામાં વધારાનો લાભ તા. ૧ જાન્યુઆરી, ૨૦૨૫ થી આપવાનો નિર્ણય કરવામાં આવ્યો છે.
☀️સાતમા પગાર…
— Bhupendra Patel (@Bhupendrapbjp) April 16, 2025