লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

7000 এমএএইচ ব্যাটারি ও 120 ওয়াট ফাস্ট চার্জের সাথে বাজার কাঁপাতে আসছে iQOO Z10 Turbo Pro

Published on:

iQOO Z10 Turbo Pro চীনের 3C সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে ফাস্ট চার্জিং স্পিড প্রকাশ করেছে। সাথে বেশ কিছু ফিচার্সও ফাঁস হয়েছে।

অঙ্কিতা মন্ডল, কলকাতা: iQOO Z10 সিরিজ ব্যাটারি ও চার্জিং উভয় ক্ষেত্রে রেকর্ড ভাঙছে। স্ট্যান্ডার্ড Z10 5G মডেলটি ভারতে ৭,৩০০ এমএএইচ ক্ষমতার বিশাল ব্যাটারির সঙ্গে এপ্রিলে লঞ্চ হবে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছে ভিভোর সাব-ব্র্যান্ডটি। এবার সিরিজের আরেকটি মডেল, Z10 Turbo Pro চীনের 3C সার্টিফিকেশন সাইটে হাজির হয়ে ১২০ ওয়াট ফাস্ট চার্জের সমর্থন নিশ্চিত করেছে।

READ MORE:  Realme আনলো হোলি সেল, ৯ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্টে কম দামি থেকে প্রিমিয়াম স্মার্টফোন

iQOO Z10 Turbo Pro: চার্জিং স্পিড ও ফিচার্স ফাঁস হল

iQOO Z10 Turbo Pro একটি হাই-পারফরম্যান্স মিড-রেঞ্জ স্মার্টফোন হিসাবে বাজারে আসতে চলেছে। এতে কোয়ালকমের পাওয়ারফুল Snapdragon 8s Elite প্রসেসর, Android 15 অপারেটিং সিস্টেম, ১২ জিবি র‍্যাম এবং Adreno 825 জিপিইউ থাকবে। আসন্ন ফোনটিতে ৭,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে, যা স্ট্যান্ডার্ড Z10 5G-এর ৭,৩০০ এমএএইচ ব্যাটারির তুলনায় সামান্য ছোট, কিন্তু আরও দ্রুত চার্জিং স্পিড অফার করবে।

READ MORE:  Redmi Note 13 Pro Price Drop: হুর হুর করে কমল দাম, মাত্র ১৫ হাজারে পাওয়া যাচ্ছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার Redmi Note 13 Pro স্মার্টফোন | Flipkart Month End Mobile Festival Sale

বেশ কিছু প্রতিবেদন Z10 মডেলটিতে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং স্পিডের দিকে ইঙ্গিত করেছে, যেখানে Turbo Pro ভেরিয়েন্টের ১২০ ওয়াট চার্জিং iQOO-এর ফ্ল্যাগশিপ 13 সিরিজের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তুলেছে। বিখ্যাত চীনা টিপস্টার টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, Z10 Turbo Pro এলটিপিএস ব্যাকলাইটিং সহ ৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে প্লাস্টিকের মিড-ফ্রেম, ১.৫K রেজোলিউশন, এবং শর্ট-ফোকাস অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করবে।

READ MORE:  Samsung Galaxy S23 5G Price: ৪৪ হাজার টাকা ছাড়! Samsung Galaxy S23 5G ফোনের দামে বিরাট পতন | Samsung Galaxy S23 5G Discount

উল্লেখ্য, iQOO Z10 5G ভারতে ১১ই এপ্রিল লঞ্চ হচ্ছে। এতে ৭৩০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ভারতের সবচেয়ে বড় ব্যাটারির ফোন বলে দাবি আইকিউ-এর। এই ফোনটিতে ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড কোয়াড-কার্ভড ডিসপ্লে পাওয়া যাবে। এটি Qualcomm Snapdragon 7s Gen 3 প্রসেসরে রান করবে। আশা করা হচ্ছে যে, দাম ২০,০০০ থেকে ৩০,০০০ টাকার মধ্যে থাকবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.