7th Pay Commission: আর রইল না অভিযোগ, একধাক্কায় ৭% DA বাড়ল রাজ্য সরকারি কর্মীদের! হল ঘোষণা | Government Of Sikkim Dearness Allowance Hike
সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর। সম্প্রতি রাজ্য সরকার ঘোষণা করেছে যে, ২০২৪ সালের ১লা জুলাই থেকে নতুন মহার্ঘ ভাতা কার্যকর হবে। রাজ্যের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কর্মচারীরা এবার ৫০ শতাংশের বদলে ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাও এই সুবিধা পাবেন। জানা যাচ্ছে, ২০২৪ সালের ১লা জুলাই থেকে এই DA কার্যকর হবে। ফলে বকেয়া ডিএ খুব শীঘ্রই কর্মচারীদের মিটিয়ে দেওয়া হবে, যা দীর্ঘদিন ধরেই তাদের অন্যতম দাবি ছিল।
প্রথমেই জানিয়ে রাখি, সপ্তম পে কমিশনের আওতায় (7th Pay Commission) এই ঘোষণা এসেছে সিকিম রাজ্য সরকারের তরফ থেকে। সম্প্রতি রাজ্য সরকার ৩% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে। ফলে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মত সিকিমের রাজ্য সরকারি কর্মচারীরা এখন ৫৩% হারে মহার্ঘ ভাতা পাবে। এর আগে সিকিমের সরকারি কর্মীরা ৫০% হারে ডিএ পেতেন। যেমনটা জানা যাচ্ছে, এই বর্ধিত ডিএ কার্যকর হবে ১লা জুলাই, ২০২৪ থেকে। একই সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মচারীদের ক্ষেত্রে ৫৩% হারে ডিয়ারেন্স রিলিফ প্রদান করা হবে।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ২০২৪ সালের ১লা জুলাই থেকেই ৫৩% হারে মহার্ঘ ভাতা পেয়ে আসছেন। তবে তাদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা অনেক আগেই হয়েছিল। অন্যদিকে সিকিম সরকারের কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা কিছুটা দেরিতেই আসলো। এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন আরো একদফা ডিএ বৃদ্ধির দাবি জানাচ্ছে, যা দোল উৎসবের সময় ঘোষনা হওয়ার সম্ভাবনা থাকলেও এখনো হয়নি।
জানিয়ে রাখি, সিকিমের যে সমস্ত কর্মচারীরা এখনো পুরনো বেতন কাঠামোর আওতায় রয়েছেন, তাদের ক্ষেত্রেও ডিএ বৃদ্ধি করা হয়েছে। আগে তারা ২৩৯% হারে ডিএ পেতেন। এখন তাদের নতুন ডিএ হবে ২৪৬%। অর্থাৎ, একধাক্কায় ৭% ডিএ বৃদ্ধি পেয়েছে, যা কার্যকর হবে ২০২৪ সালের ১লা জুলাই থাকে।
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরাও এপ্রিল মাস থেকে নতুন হারে ডিএ পাবেন। তবে তারা কেন্দ্র সরকারের নির্ধারিত ডিএ এর থেকে অনেকটাই পিছিয়ে। বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা ১৪% হারে ডিএ পাচ্ছে, যা সম্প্রতি ৪% বাড়ানো হয়েছে। ফলে ১লা এপ্রিল, ২০২৫ থেকে ১৪ থেকে ১৮% দাঁড়াবে। তবে এই নিয়ে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মধ্যে কিছুটা হতাশা রয়েছে। কারণ কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার তুলনায় রাজ্যের ডিএ এখনও আকাশ পাতাল ফারাক।
তবে সিকিমের এই সিদ্ধান্ত রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য দারুণ এক সুখবর। কারণ দীর্ঘদিন ধরেই তারা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাওয়ার দাবি জানিয়ে আসছিলো, যা অবশেষে পূরণ হল।
দেশে লঞ্চ হয়েছে iPhone 16e। এটি অ্যাপলের সবথেকে সস্তা ও এন্ট্রি-লেভেল স্মার্টফোন, যার দাম ৫৯,৯৯৯…
Samsung, Vivo এবং Motorola হল এমন কিছু বড় নাম যারা এপ্রিল মাসে দুর্দান্ত সব স্মার্টফোন…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১লা এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন কাটবে?…
Vivo আজ তাদের Y300 সিরিজের দুটি নতুন ফোন লঞ্চ করেছে। প্রথম মডেলটি হল Vivo Y300…
এই বছর এখনও অবধি বাজেট-ফ্রেন্ডলি দামে একাধিক স্মার্টফোন লঞ্চ হয়েছে। যাদের পকেট হালকা তারা এই…
ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি Reliance Jio আজ থেকে বিনামূল্যে JioHotstar অফারটি বন্ধ করে দিচ্ছে। এই…
This website uses cookies.