লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

7th Pay Commission: আর DA নাও বাড়াতে পারে সরকার! লক্ষ লক্ষ কর্মীদের জন্য দুঃসংবাদ | DA Hike Update

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত মার্চেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (DA) 2 শতাংশ বৃদ্ধির অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। সেই সূত্র ধরেই, দেশের প্রায় 1.2 কোটি কেন্দ্রীয় কর্মচারী ও পেনশন ভোগীদের মহার্ঘ ভাতা 2 শতাংশ বেড়ে 53.98 শতাংশ থেকে 55.98 শতাংশ হয়েছে। তবে সূত্র বলছে, কেন্দ্রীয় সরকারের এই বৃদ্ধি গত 78 মাসের মধ্যে সর্বনিম্ন। হ্যাঁ, গত কয়েক বছরের মধ্যে এটিই সবচেয়ে কম DA বৃদ্ধি।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

আর সেই কারণেই চলতি বছরের আগামী মাসগুলিতে অতিরিক্ত DA পাওয়ার আশায় রয়েছেন দেশের যোগ্য কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা। এমতবস্থায়, চিন্তা বাড়াচ্ছে নতুন রিপোর্ট। জানা যাচ্ছে, 2025 সালের প্রথম 3 মাসে মুদ্রাস্ফীতি কমে যাওয়ায় আগামী দিনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা 2 শতাংশ বা তারও কম বাড়তে পারে। বিশেষজ্ঞ মহলের দাবি, ব্যাপক মুদ্রাস্ফীতি হ্রাসের কারণে DA নাও বাড়াতে পারে সরকার।

READ MORE:  Provident Fund: EPFO নিয়ে মাস্টার প্ল্যান, বদলে যাবে কর্মী থেকে পেনশনভোগীদের জীবন | Master Plan By Employees' Provident Fund Organisation

আগামী দিনে DA বৃদ্ধি হ্রাসের কারণ

করোনা মহামারীর সময় 3 কিস্তি মহার্ঘ ভাতা স্থগিত করার পর 2021 দলে ফের DA দেওয়া শুরু করে কেন্দ্র। সেই সময়ে মন্ত্রিসভার সিদ্ধান্তে সম্ভবত 4 শতাংশ হারে DA বাড়িয়েছিল সরকার। গত বছরের জুলাইয়ে 50 শতাংশ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের DA 53 শতাংশে আসে। হিসেব বলছে, সময় যত যাচ্ছে DA বৃদ্ধির হার ততই কমাচ্ছে কেন্দ্র। কিন্তু কেন?


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

জেনে রাখা ভাল, কেন্দ্রীয় সরকার মূলত দেশের মুদ্রাস্ফীতির সঙ্গে ভারসাম্য রেখে কর্মীদের মহার্ঘ ভাতা দিয়ে থাকে। রিপোর্ট বলছে, এবারের ত্রৈমাসিকে খুচরো পণ্যের মূল্য বৃদ্ধির হার একেবারে নগণ্য। যা মূলত DA নির্ধারণের অন্যতম মানদন্ড। ফলত, খুচরো পণ্যের মূল্য বৃদ্ধি হ্রাস পাওয়ায় দিনে দিনে মহার্ঘ ভাতার হারও কমে আসছে।

READ MORE:  PM Kaushal Vikas Yojana: মাসে ৮ হাজার টাকা, প্রশিক্ষণ শেষে চাকরি! কেন্দ্রের এই প্রকল্পে সুনিশ্চিত হবে কেরিয়ার | Pradhan Mantri Kaushal Vikas Yojana

হিসেব যা বলছে, আগামী দিন অর্থাৎ চলতি বছরের জুলাই-ডিসেম্বরের সময়ে মহার্ঘ ভাতা বৃদ্ধি একেবারে রেকর্ড হারে কমে আসতে পারে। কারণ হিসেবে বিশেষজ্ঞরা যা বলছেন, 2025 সালে প্রথম দুই মাসের জন্য সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক তথ্য হ্রাস পেয়েছে। যার কারনে জুলাই থেকে ডিসেম্বরের DA বৃদ্ধিও কমে আসতে পারে। বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, দেশে মুদ্রাস্ফীতি বা খুচরো পণ্যের মূল্য হ্রাস যদি আগামী কয়েক মাস অব্যাহত থাকে, তবে ডিসেম্বরের মেয়াদে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA বৃদ্ধি যে 2 শতাংশের কম কিংবা একেবারে শূন্যতে এসে দাঁড়াতে পারে একথা বলাই বাহুল্য।

অবশ্যই পড়ুন: ব্যবসার রাস্তা বন্ধের পর এবার বাংলাদেশে রেল প্রকল্প স্থগিত করল ভারত, নজরে বিকল্প পথ

উল্লেখ্য, ভোক্তা মূল্য সূচক ভিত্তিক খুচরো মুদ্রাস্ফীতি চলতি বছরের মার্চে একেবারে 3.38 শতাংশে নেমে এসেছে। গত ফেব্রুয়ারিতে এই হিসাবটা ছিল 3.61 শতাংশ। রিপোর্ট অনুযায়ী, এই মুদ্রাস্ফীতি হ্রাস গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন। কাজেই হিসেব একেবারে সহজ, মুদ্রাস্ফীতির সাথে ভারসাম্য রক্ষা না হলে আগামী দিনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতাও বাড়বে না।

READ MORE:  Rules Change: LPG থেকে UPI, ক্রেডিট কার্ড! আজ থেকে বদলে গেল ১০ নিয়ম | 10 Rules Changed From Today

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.