Government Employee: দোলের আগে লটারি লাগল লক্ষ লক্ষ কর্মীর, আচমকাই বেতন বৃদ্ধি করল রাজ্য সরকার | Government Of Madhya Pradesh Hike Salary
শ্বেতা মিত্র, কলকাতা: অবশেষে এল সেই সুখবর যেটার অপেক্ষা করছিলেন কোটি কোটি সরকারি কর্মী। দোলের পরে এবং ঈদের আগে কেন্দ্রীয় মন্ত্রিসভা তার সরকারি কর্মচারীদের জন্য একটি বড় উপহার দিয়েছে। কেন্দ্রীয় কর্মচারীদের জন্য মহার্ঘ্য ভাতা (Dearness allowance) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সূত্রের খবর, মোদী সরকার ২ শতাংশ মহার্ঘ ভাতা বা DA বৃদ্ধির অনুমোদন করেছে।
অবশেষে ২% ডিএ বৃদ্ধির করল কেন্দ্রীয় সরকার। এদিকে মোদী সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্তে খুশি কেন্দ্রীয় কর্মচারীরা। এই বৃদ্ধির সাথে সাথে, এখন কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ্য ভাতা (DA) এবং পেনশনভোগীদের মহার্ঘ্য ত্রাণ (DR) ৫৩ শতাংশ থেকে বেড়ে ৫৫ শতাংশ হবে। সপ্তম বেতন কমিশনের অধীনে, সরকার ডিএ ২ শতাংশ বৃদ্ধি করেছে। কেন্দ্র অষ্টম বেতন কমিশনও গঠন করেছিল। নতুন বেতন কমিশন ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হতে পারে।
উল্লেখ্য, এর আগে ডিএ বৃদ্ধি হয়েছিল ২০২৪ সালের জুলাই মাসে, যখন মহার্ঘ্য ভাতা ৫০ শতাংশ থেকে ৫৩ শতাংশে উন্নীত করা হয়েছিল। এখন ২ শতাংশ বৃদ্ধি করা হয়েছে, যার পরে কর্মচারীদের মূল বেতনের সাথে অতিরিক্ত ২ শতাংশ মহার্ঘ্য ভাতা যোগ করা হবে। এই বৃদ্ধি ১ জানুয়ারি, ২০২৫ থেকে কার্যকর বলে বিবেচিত হবে। মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ফলে কোটি কোটি কর্মচারী এবং পেনশনভোগীরা উপকৃত হবেন।
ধরুন যদি কারো মূল বেতন ৫০,০০০ টাকা হয়, তাহলে ৫৩% ডিএ অনুসারে তিনি ২৬,৫০০ টাকা মহার্ঘ্য ভাতা পাবেন, কিন্তু ৫৫% ডিএ অনুসারে তিনি ২৭,৫০০ টাকা মহার্ঘ্য ভাতা পাবেন। অর্থাৎ কর্মীদের বেতন ১,০০০ টাকা বৃদ্ধি পাবে। বর্তমানে, ৭০,০০০ টাকার মূল বেতনে, মহার্ঘ্য ভাতা হবে ৩৭,১০০ টাকা, কিন্তু ৫৫ শতাংশ মহার্ঘ্য ভাতা অনুসারে, মহার্ঘ্য ভাতা হবে ৩৮,৫০০ টাকা। অর্থাৎ এই ধরনের কর্মচারীদের বেতন ১,৪০০ বৃদ্ধি পাবে। একইভাবে, যারা ১,০০,০০০ টাকা মূল বেতন পান তারা ৫৩ শতাংশ ডিএ হারে ৫৩,০০০ টাকা মহার্ঘ্য ভাতা পেতেন, কিন্তু এখন তারা ৫৫ শতাংশ হারে ৫৫,০০০ টাকা মহার্ঘ্য ভাতা পাবেন। অর্থাৎ কর্মীদের বেতন প্রতি মাসে ২০০০ টাকা করে বাড়বে।
সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে, কেন্দ্রীয় কর্মচারীদের ভাতা বছরে দুবার বৃদ্ধি করা হয়। এই বৃদ্ধি অর্ধ-বার্ষিক ভিত্তিতে ঘটে। সর্বশেষ বৃদ্ধি হয়েছিল ২০২৪ সালের জুলাই মাসে, যখন মহার্ঘ্য ভাতা ৫০% থেকে ৫৩% বৃদ্ধি করা হয়েছিল। এটি ৩% বৃদ্ধির প্রতিনিধিত্ব করে। এখন নতুন সিদ্ধান্তের অধীনে ভাতা ২% বৃদ্ধি করা হয়েছে। এই ভাতা বৃদ্ধি ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সময়ের জন্য।
ফ্ল্যাগশিপ ফোন মানেই বেশি দাম। কিন্তু সেটা একটু পুরনো হয়ে গেলেই দাম কমতে থাকে। ফলে…
Infinix Note 50X কোম্পানির নতুন বাজেট ফ্রেন্ডলি ফিচার সমৃদ্ধি ৫জি স্মার্টফোন। যা বেশ আলোড়ন ফেলেছে…
বাইক হোক বা স্কুটার, টু-হুইলার কেনার পর কিছুদিন না যেতেই ক্রেতাদের একাংশের তা নিয়ে অভিযোগের…
এখনকার সময়ে ভারতে ৮,০০০ টাকার মধ্যে 5G স্মার্টফোন খুঁজে পাওয়া বেশ কঠিন। কিন্তু কিছু ব্র্যান্ড…
চার চাকার বাজারে দেশ-বিদেশ মাতালেও দু’চাকার প্রতি এখনও পর্যন্ত টাটা মোটরসের কোনও আগ্রহ চোখে পড়েনি।…
সৌভিক মুখার্জী, কলকাতা: সোনা শুধুমাত্র একটি ধাতু নয়। বরং এটি সঞ্চয়, বিনিয়োগ, গয়না সবকিছুর এক…
This website uses cookies.