7th Pay Commission: বাড়ল ৩%, ঈদের আগে আচমকাই DA বৃদ্ধির ঘোষণা সরকারের, বেজায় খুশি কর্মীরা | Dearness Allowance Hike 3%
শ্বেতা মিত্র, কলকাতা: সামনেই রয়েছে ঈদ। আর এই ঈদের আগেই লটারি লাগল রাজ্যের সরকারি কর্মীদের। করা হল ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। শুক্রবার বিধানসভায় দাঁড়িয়ে খোদ ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এর ফলে উপকৃত হবেন রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মী থেকে শুরু করে পেনশনপ্রাপকরা। কবে থেকে এই DA লাগু হবে নিশ্চয়ই ভাবছেন? তাহলে জেনে নিন ঝটপট।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা শুক্রবার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এই বছরের এপ্রিল থেকে তিন শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণা করেছেন। এই তিন শতাংশ ডিএ বৃদ্ধির ফলে ত্রিপুরা সরকারি কর্মচারীরা এবার থেকে ৩৩ শতাংশ ডিএ পাবেন।
মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন, ‘আমি ১ এপ্রিল, ২০২৫ থেকে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য তিন শতাংশ ডিএ মুক্তির ঘোষণা করছি। এর ফলে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ৩০ শতাংশ থেকে বেড়ে ৩৩ শতাংশ হবে।’ এর জন্য সরকারকে বার্ষিক ৩০০ কোটি টাকার অতিরিক্ত আর্থিক বোঝা বহন করতে হবে। মুখ্যমন্ত্রী জানান, সরকার রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে মহার্ঘ্য ভাতার পার্থক্য কমাতে চায়। তিনি আশ্বাস দেন, এই কাজ ধীরে ধীরে করা হবে।
ত্রিপুরার সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা এই বেজায় খুশি। তারা দীর্ঘদিন ধরে তাদের ভাতা বৃদ্ধির জন্য অপেক্ষা করছিলেন। এখন সকলের আশা পূরণ হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, আগের দিন ত্রিপুরার অর্থমন্ত্রী প্রাণজিৎ সিং রায় বিধানসভায় ৩২,৪২৩.৪৪ কোটি টাকার বাজেট পেশ করেন। এই বাজেট অধিবেশন ১ এপ্রিল পর্যন্ত চলবে। এই সময়ে, বাজেট, উন্নয়ন পরিকল্পনা এবং সরকারি সিদ্ধান্ত নিয়ে প্রচুর আলোচনা হবে। মানুষ আশা করছে যে এই অধিবেশন রাজ্যের জন্য অনেক বড় সিদ্ধান্ত নিয়ে আসবে।
সুমন পাত্র, কলকাতা: কম বাজেটের মধ্যে Samsung ফোন নেওয়ার কথা ভাবলে, আমরা এই প্রতিবেদনে তিনটি…
ফ্লিপকার্টে শুরু হয়েছে ওএমজি গ্যাজেটস সেল। এই সেলে একাধিক স্মার্টফোন কম দামে বিক্রি হচ্ছে। আমরা…
সুমন পাত্র, কলকাতা: Samsung এই মাসের মার্চে Galaxy A06 5G, Galaxy A26 5G, Galaxy A36…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ২৩শে মার্চ, রবিবার। আজকের রাশিফল (Today Horoscope) অনুযায়ী কেমন কাটতে চলেছে…
ভারতীয় জীবন বীমা কর্পোরেশন (LIC) স্বাস্থ্য বীমা খাতে প্রবেশের পরিকল্পনা করছে। কোম্পানিটি ২০২৫ সালের মার্চ…
Honda বিশ্বজুড়ে একাধিক দেশে টু-হুইলার বিক্রি করে। স্পোর্টস বাইক, ক্রুজার, অ্যাডভেঞ্চার ট্যুরার, রেট্রো মোটরসাইকেলের মতো…
This website uses cookies.