7th Pay Commission: ২% DA বৃদ্ধির পর কত করে বাড়ল সরকারি কর্মীদের বেতন? দেখুন হিসেব | How Much Did The Salaries Of Government Employees Increase After The 2% DA Increase?
শ্বেতা মিত্র, কলকাতাঃ সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেড়েছে ডিএ (DA)। শুক্রবার সরকারি কর্মীদের ২% মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। নতুন ডিএ কার্যকর হবে ১ জানুয়ারি, ২০২৫ থেকে। অর্থাৎ এবার ডিএ ৫৩ শতাংশ থেকে বেড়ে দাঁড়াল ৫৫ শতাংশে। স্বাভাবিভাবেই বেজায় খুশি কোটি কোটি সরকারি কর্মী। কিন্তু আপনি কি জানেন যে কোন কোন স্তরের কর্মী আগামী দিন থেকে কত টাকা পাবেন? যদি না জেনে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।
কেন্দ্রীয় কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ ত্রাণ (DR) ২% বৃদ্ধির ঘোষণা করেছে সরকার। এই বেতন সংশোধনের ফলে, ডিএ ৫৩% থেকে বেড়ে ৫৫% হবে। আমরা আপনাকে বলি যে সপ্তম বেতন কমিশনের অধীনে, ১ কোটি ২০ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী এর সুবিধা পাবেন। এবার আসা যাক কার কত বেতন বাড়বে সে ব্যাপারে। যদি একজন কর্মচারীর মূল বেতন ১৮,০০০ টাকা হয়, তাহলে তিনি এখন প্রতি মাসে ৩৬০ টাকা পাবেন। আসলে, এখন পর্যন্ত ১৮,০০০ টাকা মূল বেতনের একজন কর্মচারী ৫৩% ভাতা পান যা ৯৫৪০ টাকার সমান। এটি ৫৫ শতাংশ হারে ৯৯০০ টাকা হয়ে যাবে।
এর অর্থ হল কেন্দ্রীয় কর্মচারীরা এখন প্রতি মাসে ৩৬০ টাকা বেশি পাবেন। তবে, এই বৃদ্ধি গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন। আপনাদের জানিয়ে রাখি যে সরকার অষ্টম বেতন কমিশনও গঠন করেছে। এই বেতন কমিশন কেন্দ্রীয় কর্মচারীদের বেতন ও ভাতা সম্পর্কে সুপারিশ দেবে, যা ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা।
কেন্দ্র সাধারণত বছরে দুবার ডিএ এবং ডিআর বৃদ্ধির ঘোষণা করে। একবার মার্চ মাসে এবং আবার অক্টোবরে। মার্চ মাসে ঘোষিত ডিএ বৃদ্ধি সাধারণত জানুয়ারি থেকে কার্যকর হয় এবং অক্টোবরে ঘোষিত ডিএ বৃদ্ধি সাধারণত জুলাই থেকে কার্যকর হয়। এর আগে, কেন্দ্র ২০২৪ সালের অক্টোবরে ৩% বৃদ্ধি করে ডিএ ৫০% থেকে ৫৩% করেছিল। ২০২৪ সালের মার্চ মাসে শেষ বৃদ্ধিতে, ডিএ ৪৬% থেকে বৃদ্ধি করে ৫০% করা হয়েছিল।
সরকার সাধারণত প্রতি বছর হোলি এবং দীপাবলির মতো উৎসবের আগে দ্বিবার্ষিক ডিএ বৃদ্ধির ঘোষণা করে, কিন্তু এবার জানুয়ারি-জুন সময়ের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা হোলি উৎসবের আগে করা হয়নি। বৃদ্ধির পরিমাণের দিক থেকে, এটি গত ৭ বছরের মধ্যে সর্বনিম্ন বৃদ্ধি। ২০১৮ সালের জুলাই থেকে, সরকার প্রতিবারই কমপক্ষে ৩% বা ৪% হারে সুদের হার বৃদ্ধি করে আসছে, কিন্তু এবার বৃদ্ধি হয়েছে মাত্র ২%।
প্রীতি পোদ্দার, কলকাতা: একের পর এক মামলায় মাথা নিচু হচ্ছে রাজ্য সরকারের। যার মধ্যে অন্যতম…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৃহস্পতিবার মরসুমের চতুর্থ মহারণে(KKR Vs SRH) শক্তিশালী প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদকে গুঁড়িয়ে দিয়েছে…
স্মার্টফোনে জল লাগলে তা নষ্ট হয়ে যেতে পারে এবং এক্ষেত্রে ওয়ারেন্টি থাকলেও কোনো সুবিধা পাওয়া…
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ভিত্তিক টুলগুলি যতটা উপকারী, ততটাই ভয়ংকর। ইতিমধ্যেই AI টুল অপব্যবহারের একাধিক খবর…
প্রীতি পোদ্দার, কলকাতা: একবছর আগে কলকাতা হাইকোর্ট নিয়োগ প্রক্রিয়া (SSC Case) নিয়ে যেই রায় দিয়েছিল,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন? তাহলে আপনার জন্য রইল…
This website uses cookies.