7th Pay Commission: ৩ বা ৪% নয়, মার্চে DA বাড়তে পারে এতটা! মহার্ঘ ভাতা নিয়ে নয়া আপডেট | May 2% Dearness Allowance Hike In March
শ্বেতা মিত্র, কলকাতা: দোলের আবহে কেন্দ্রীয় সরকারি কর্মীদের এখন মুখে একটাই প্রশ্ন, কবে বাড়ছে DA? এই নিয়ে ইতিমধ্যেই কাউন্টাডাউন অবধি শুরু করে দিয়েছেন সকলে। জানা যাচ্ছে, হোলির আগে সরকারি কর্মচারীদের বড় উপহার দিতে পারে কেন্দ্রীয় সরকার। আগামী সপ্তাহে হোলির আগেই, সরকার কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (Dearness Allowance) এবং মহার্ঘ ত্রাণ (DR) বাড়াতে পারে। যদি এই ঘোষণা করা হয়, তাহলে ১.২ কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন। কিন্তু প্রশ্ন উঠছে, কতটা বাড়বে ডিএ, ডিআর?
সরকার কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য জানুয়ারী এবং জুলাই মাসে দু’বার মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করে। হোলির আগে যদি মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করা হয়, তাহলে তা জানুয়ারি থেকে কার্যকর হবে। এটাও প্রায়শই দেখা গেছে যে মার্চ মাসে হোলির আশেপাশে মহার্ঘ্য ভাতা এবং মহার্ঘ্য ত্রাণ বৃদ্ধি করা হয়। যাতে উৎসবের আগে কর্মীরা স্বস্তি পেতে পারেন। অন্যদিকে, জুলাই মাসে ভাড়া বৃদ্ধির ঘোষণা সাধারণত প্রতি বছর অক্টোবর বা নভেম্বর মাসে দীপাবলির কাছাকাছি সময়ে করা হয়।
উল্লেখ্য, ৫ মার্চ, ২০২৫ তারিখে নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ্য ভাতা (ডিএ) বৃদ্ধির বিষয়ে আলোচনা করেনি। সর্বশেষ ডিএ বৃদ্ধি করা হয়েছিল ২০২৪ সালের জুলাই মাসে, যখন তা ৫০% থেকে বেড়ে ৫৩% হয়। ৭ মার্চ, ২০২৪ তারিখে, মন্ত্রিসভা ডিএ পূর্ববর্তী ৪৬% হার থেকে বাড়িয়ে মূল বেতনের ৫০% করে। এই ঘোষণাটি হোলির কয়েকদিন আগে, ২৫ মার্চ, ২০২৪ তারিখে করা হয়েছিল।
২০২৪ সালের ডিসেম্বরের AICPI-IW তথ্য অনুসারে, এবার মহার্ঘ্য ভাতা ২% বৃদ্ধির প্রত্যাশা রয়েছে। তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
২০২৫ সালের জানুয়ারিতে, কেন্দ্র অষ্টম বেতন কমিশন চালু করার ঘোষণা করেছিল। আগামী বছরের মধ্যে এটি বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে। অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণার পর, কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন এবং পেনশনে বিশাল বৃদ্ধি আশা করা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হচ্ছে যে অষ্টম বেতন কমিশন বাস্তবায়নের পর, সরকার পুরানো ভাতা বাতিল করে নতুন ভাতা চালু করতে পারে। কর্মচারী এবং পেনশনভোগীরা এর থেকে বিপুল লাভ পেতে পারেন।
দেশের সবচেয়ে জনপ্রিয় ছোট গাড়ি Tata Nano এবার আসছে একেবারে নতুন রূপে—একটি সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ি…
প্রীতি পোদ্দার, কলকাতা: আমাদের সকলের জীবনে অক্সিজেনের পরে, জল হল বেঁচে থাকার অন্যতম মাধ্যম। কারণ…
সৌভিক মুখার্জী, কলকাতা: বাইকপ্রেমীদের জন্য চমক। এবার বাজারে তাক লাগাতে আসছে বাজাজ অটোর Dominar 400।…
পার্থ সারথি মান্না, কলকাতাঃ ২০১৬ সালের উচ্চ প্রাথমিক শিক্ষকের নিয়োগ (SSC Upper Primary Recruitment) এখনও…
সৌভিক মুখার্জী, কলকাতা: নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য সাশ্রয়ী মূল্যে ভালো গাড়ি কেনা একসময় স্বপ্ন…
সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঠিক একদিন পরেই ভারতের প্রতিরক্ষা…
This website uses cookies.