7th Pay Commission: ৫ লক্ষ পেনশন প্রাপকের ভাগ্যের শিকে ছিঁড়বে? মিলবে বকেয়া DA! | When MP Employees Get Pension
সহেলি মিত্র, কলকাতাঃ সকলের ভাগ্যের শিকে কবে ছিঁড়বে? সেই অপেক্ষায় দিন গুনছেন কয়েক লক্ষ রাজ্য সরকারি কর্মী। ৫ লক্ষ পেনশন প্রাপক এবং সাত লক্ষেরও বেশি সক্রিয় সরকারি কর্মীগণ সরকারের কাছে দীর্ঘদিন ধরে তাঁদের মহার্ঘ্য ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। কিন্তু অভিযোগ, সরকারের তাঁদের কথায় নাকি আমল দিচ্ছে না। এহেন অবস্থায় স্বাভাভিকভাবেই প্রশ্ন উঠছে, কবে সকলের ভাগ্য বদলাবে?
আজ কথা হচ্ছে মধ্যপ্রদেশের কয়েক লক্ষ পেনশনার এবং সরকারি কর্মীদের নিয়ে। লেটেস্ট আপডেট অনুসারে, এখন মধ্যপ্রদেশের পাঁচ লাখ পেনশনার এবং প্রায় সাত লাখ তিরিশ হাজার সরকারি কর্মচারী জুলাই ২০২৪ থেকে মহার্ঘ ভাতা (ডিএ) বাড়ানোর জন্য অপেক্ষা করছেন। তবে এখনও পর্যন্ত রাজ্য সরকার এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি বলে খবর। অন্যদিকে এই বিষয়ে মধ্যপ্রদেশ শিক্ষক কংগ্রেসের রাজ্য কার্যনির্বাহী সভাপতি স্বরূপ নারায়ণ চতুর্বেদী মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লিখে কেন্দ্র সরকারের মতোই রাজ্যের পেনশনভোগী এবং কর্মচারীদেরও সংশোধিত মহার্ঘ ভাতা (ডিএ) প্রদান করার দাবি জানিয়েছেন।
আসলে কয়েকদিন আগেই কেন্দ্রীয় সরকার ২ শতাংশ ডিএ বৃদ্ধি করে। অন্যদিকে কেন্দ্রের দেখাদেখি আরও বেশ কিছু রাজ্য একই কাজ করে। কিন্তু মধ্যপ্রদেশের সরকার এখনও অবধি এই বিষয়ে কোনও ঘোষণা করেনি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাঁদের জন্য কবে সরকার ঘোষণা করবে? কীই বা ভাবছে সরকার?
স্বরূপ নারায়ণ চতুর্বেদী জানাচ্ছেন, কেন্দ্র সরকার ৫৫ শতাংশ হারে ডিএ নগদ দেওয়ার নির্দেশ জারি করেছে। অন্যদিকে মধ্য প্রদেশ সরকার শুধুমাত্র ৫০ শতাংশ ডিএ নাকি জানুয়ারি ২০২৪ সাল থেকে দিচ্ছে। তিনি আরও জানিয়েছেন যে যেখানে কেন্দ্র সরকার ১০ মাস আগে নির্দেশ জারি করেছে, কিন্তু রাজ্য সরকার এখনও পর্যন্ত এই বিষয়ে কোন সিদ্ধান্ত নিতে পারেনি। এতে পেনশনভোগী ও কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা ক্রমেই বাড়ছে।
বিক্রম ব্যানার্জী, কলকাত: আন্তর্জাতিক ক্ষেত্রে অস্থিরতার মাঝে অটুট ভারত-রাশিয়ার (Russia) বন্ধুত্ব। আর সেই সূত্র ধরেই…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL 2025 মরসুমে কার্যত জীবন বাজি রেখে লড়ছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অধিনায়ক…
ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) করে রাখলে সুদ বাড়বে, এই বিশ্বাস নিয়ে অনেকেই এফডির দিকে ঝোঁকেন।…
সৌভিক মুখার্জী, কলকাতা: একবার কল্পনা করুন তো, আপনাকে ২৭২ কিলোমিটার পথ ট্রেনে পাড়ি জমাতে হবে,…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ফুটবলে স্বপ্নের সময় কাটাচ্ছে মোহনবাগান (Mohun Bagan Super Giant)। সদ্য ISL…
ভিভো সম্প্রতি ভারতে লঞ্চ করেছে তাদের T সিরিজের নতুন মিড রেঞ্জ স্মার্টফোন Vivo T3 Ultra।…
This website uses cookies.